আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতি হুজুরদের সামনে (পিছনে) "জয় বাংলা" স্লোগান এবং একটি অনুরোধ!!!

কাজ না... শুধুই অকাজ!! গত পরশু পরীক্ষা দিয়ে শিল্পকলা একাডেমীর সামনে আসলাম। পথে দেখি শতাধিক হুজুর গোত্রীয় মানুষ (recognized by their get up) যাচ্ছে, মাথার পাগড়ীতে লেখা "হেফাজতে ইসলাম, বাংলাদেশ".... ব্যাপার কি??... এত হেফাজতি কই থাইকা আমদানি হইলো???... ওহ!!... সেইদিন তো হেফাজতের সমাবেশ আছিল। শিল্পকলার সামনে আসে টাশকি!!!... গণজাগরণ মঞ্চের ব্যানার কই গেল???!!!!... গত ২ মাস বীরদর্পে ঝুলে থাকা ব্যানার কি আজকে দর্প হারাইলো???... খোঁজ নিয়ে জানলাম শিল্পকলা কর্তৃপক্ষ ভাংচুরের ভয়ে ব্যানার নামায় রাখছে। লক্ষ্য করলাম বেশীরভাগ হুজুরই শিল্পকলার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকাচ্ছে। আমি ভাই তুচ্ছ একজন মানুষ। শেষ হেফাজতের পাগড়ী পার হয়ে যাওয়া পর্যন্ত চুপ করে দাঁড়ানোই সমীচীন হবে। যদি তারা কেউ জানে যে আমি একজন গণজাগরণ মঞ্চের কর্মী, শতাধিক হেফাজতির হেফাজত (!!) সহ্য করার ক্ষমতা নাই!!!... হঠাৎ মনে হইলো, হালা ভিতুর ডিম, তোর সামনে দিয়া হেফাজতে জামাতে ইসলাম চোইলা যাবে আর তুই গণজাগরণ গুটাইয়া বইসা থাকবি????!!!!!...... চুপ থাকার স্বভাব আমার না... বইলা ফেললাম "জয় বাংলা!!!"... শেষের কিছু হেফাজতির কানে পৌঁছাইল স্লোগানটা, তিব্র ক্ষোভ নিয়া বেশ কয়েকজন পিছনে ঘুইরা আমার দিকে তাকাইলো... কারও কারও চোখে অবিশ্বাস!!!... হ্যাঁ, আমি ই বলছি "জয় বাংলা"... কাছে আসো, আবার বলব... মরার আগে "লা-ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসুরুল্লাহ" বলার আগ পর্যন্ত বলব "জয় বাংলা"... ঠেকাইতে পারলে ঠেকা ব্যাটারা!!! আমি সাধারণের ভিড়ের একজন... আমি "জয় বাংলা"ও বলতে পারি, আমি "বাংলাদেশ জিন্দাবাদ"ও বলতে পারি, আর আমি "নারায়ে তাকবীর, আল্লাহ্‌-হুকাবার"ও বলতে পারি...... কিন্তু আমার শুধু একটাই ইচ্ছা... আসেন না, এত সব স্লোগান ভুলে সবাই মিলে একটা স্লোগান দেই, "তোমার দেশ, আমার দেশ... বাংলাদেশ, বাংলাদেশ!!!"... দিবেন হেফাজতি হুজুর??... দিবেন আওয়ামী জনগন???... দিবেন জাতীয়তাবাদী নাগরিক???... দিবেন বাম পন্থী জনগোষ্ঠী???... দেন না একবার... !!! এক হই আমরা!!!... বাংলাদেশের জন্য!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.