আমাদের কথা খুঁজে নিন

   

একটি কৌতুক! (সব কাজের কাজি)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

পাকিস্থানে সামরিক শাসন জারী হয়েছে। গ্রামে গঞ্জে আর্মী পাঠানো হয়েছে। এমনই এক সেনাদল এক গ্রামে গিয়ে হাজির। গ্রামের মানুষজনকে জিজ্ঞাসা করলো - "আপনাদের সমস্যা কি বলুন - আমরা দ্রুত সমাধান দেব। " গ্রামের মানুষ জানালো - গ্রামের চেয়ারম্যান চোর, লুটেরা এবং খুনী।

" সেনা অধিনায়ক বললো - ঠিক হ্যায়! ধরে আনা হলো চেয়ারম্যানকে। সংক্ষিপ্ত বিচাররের পর ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড কার্যকর হলো। সেই সেনাদল পরের গ্রামে গেল - যথারীতি গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারলো তাদের ডিপ টিউবওয়েল কাজ করছে না। দ্রুত সেনাদল সেটা মেরামত করে দিল। যেতে যেতে সেনাদল ভারতীয় সীমান্তের কাছাকাছি এক গ্রামে এসে হাজির।

গ্রামের মানুষ ইতোমধ্যে জেনেছে সেনাবাহিনী সকল সমস্যার সমাধান করে দেয় দ্রুত। সেই মোতাবেক আশা নিয়ে গেল আর্মী দলের কাছে। তাদের সমস্যা হলো গ্রামে প্রায়ই বিএসএফ হামলা করে। মাঝে মধ্যে গুলি করে গ্রামবাসীকে মেরে ফেলে কোন সতর্কতা ছাড়াই। অভিযোগ শুনে সেনাকর্তা গম্ভীর হয়ে জবাব দিল - "সব কাজই কি আমাদের করতে হবে।

?" বি:দ্র: কে যদি এই কৌতুকের সাথে বাংলাদেশ বা অন্যকোন দেশের সাদৃশ্য খুঁজে পান - সেটা একান্তই পাঠকের - তার জন্যে এস্কিমো কোন দায়দায়িত্ব নেবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.