জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)
চোখ দু-টি আজকাল আমার সাথে বেঈমানী করে ফিরে
যাকে ঘৃণা করি তাকে শতবার সামনে নিয়ে আসে
আর যা দেখার কথা তাকে দূরে ঠেলে দিয়ে হাসে
দৃষ্টির সীমানাও তো কমে যাচ্ছে আজ ধীরে ধীরে ।
বিবাদ-সংঘাত-যুদ্ধ আমার একদম ভাল্লাগে না
চোখ তা জানা সত্বেও তাদের তসবির টেনে আনে
সাথে-সাথে কিছু যেন বলতে চায় উঁচুস্বরে কানে
আমিও কী করে বলি--একদম চুপ ব্যাটা সেয়ানা ।
ক্ষীণদৃষ্টির কথা ও দূরদৃষ্টির দোহাই দিয়ে
কিছু স্বচ্ছ বিষয় সে দিবালোকেও অস্বচ্ছ দেখে
মিছিলে টেনে আনার মতো যুক্তি আনে তার পক্ষে
আর মাথা উঁচু করে কিছু যেন দেখে অসংশয়ে ।
সে যা করুক-না কেন শুধু সত্যকেই দেখতে চায়
সত্য মিথ্যার বিবাদ না লাগে যেন দু-রেটিনায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।