আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে গুলি ছুড়ে উদযাপন

বীরের বেশে দেশে পৌঁছানো ফুটবলারদের বৃহস্পতিবার বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "আমাদের তরুণরা প্রমাণ করেছে যে আমাদের উন্নতি করে জেতার ক্ষমতা আছে। "
বুধবার রতে সাফের সবচেয়ে সফল দল ভারতকে ২-০ গোলে হারিয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটান আফগানিস্তানের ফুটবলাররা।
আন্তর্জাতিক ফুটবলে আফগানিস্তানের এটাই প্রথম সাফল্য, যা উদযাপনে রাতেই দেশটির রাস্তায় নেমে আসে উল্লসিত মানুষ। তাদের হাতে হাতে উড়ছিল দেশের পতাকা।


মনের আনন্দে রাজধানী কাবুলের রাস্তায় অনেকে আবার নাচতে শুরু করে। দেশের ফুটবলারদের ইতিহাস গড়ার সাক্ষী হতে ঘরে-বাইরে, কফি শপে ও বিভিন্ন রেস্তোরাঁয় টিভির সামনে ভিড় করে মানুষ।
ম্যাচটি শেষে হওয়ার পরপরই কাবুলসহ অন্যান্য অঞ্চলে সমর্থকরা একে-ফোরটিসেভেন থেকে আকাশে গুলি ছুড়তে থাকেন। কোথাও কোথাও মেশিনগানেরও গুলি ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক পুলিশ সদস্যও আকাশে ফাঁকা গুলি ছোড়েন।

গুলির শব্দে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন। কিছু দেশের দূতাবাসে সাইরেন বাজাতেও শোনা যায়।
শেষে বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গুলি ছুড়ে আনন্দ না করতে আহ্বান জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.