আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ২৫

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: রেসিয়াল-প্রফেশনাল স্টিরিওটাইপিং এর সামান্য গন্ধ আছে! নিজ দায়িত্বে পড়িবেন! পড়িয়া মানহানি মামলা দায়ের করিতে পারিবেন না! ] অনেকদিন আগের কথা । তখন মেইনফ্রেমের জয়জয়কার, একজন মানুষ একখান আলমারি সাইজের কম্পিউটর বানাইছে, যেইটা সত্য-মিথ্যা ধরতে পারে । তো সে মেলায় নিয়া গেছে তার মেশিন । বেশ টু পাইস কামাইতেসে সে হাচা-মিছার বিচার দিয়া এমন সময় তার স্টলে এক সর্দারজী আইছে । 'তিনটা কথা কইতে পারবা ।

মিছা কইলে লাল বাত্তি জ্বলবো মেশিনের উপর । ' প্রথম কথা বলার পরেই বাত্তি জ্বইলা উঠছে । দ্বিতীয় কথার সাথে সাথে বাত্তি তো জ্বলছেই তারসাথে প্যাঁ কইরা ওয়ার্নিং ও দিছে । তিন নম্বর স্টেটমেন্টের সময় আইছে তারপরে । তিননম্বর বক্তব্য দেওনের পর মনে হ্ইলো কম্পিউটর হ্যাং ।

একটু পরে বিকট শব্দে পুরা মেশিন উইড়া গেল!! য্যান ট্র্যান্সফর্মার বার্স্ট হইছে !!! সৌভাগ্যক্রমে নিরাপদ জায়গায় ব্যাকআপ অডিও ফাইল রাখা ছিল । সেইখান থেকে জানা গেল কথাগুলা কী ছিল; ১) নোয়াখাইল্লারা মেজোরিটি ভদ্রলোক ২) উকিলেরা প্রায়শঃই সৎলোক হয়, ৩) সর্দারজীরা সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।