আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ১৯

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

একবার দুই সর্দারজী দোকান থেকে বাইর হয়া দেখে কী গাড়ির চাবি ভিতরে রাইখা পুশ বাটন চাইপা বাইরে থিকা দরজা আটকায়া হেরা চইলা গেছে । একজন তার একটা কাগজের ক্লিপ বাঁকায়া তাল খোলার চেষ্টা করতে লাগল । 'এইভাবে হইবো না!' আরেক সর্দারজীর কমেন্ট । 'আহো সামনের হার্ডওয়ারের দোকান থিকা একটা শাবল লই! এখনই বৃষ্টি নামব, লেকিন গাড়ির হুড ভি নামানো! ___ তারপরে দুইজন গাড়িত চইড়া পাহাড়ে উঠল এক জায়গায় আইসা দেখে পাহাড়ের চুড়ায় উঠতে টোল দিতে হইবো । টোল-ওয়ালা কয় 'মামা, সামনের রাস্তা এতো সরু যে আপনারা রিভার্স-গিয়ারে পাহাড়ের চুড়ায় উইঠা যান । নামার সময় সুবিধা হইবো । একটু পর টোল-ওয়ালা দেখে কী সর্দারজীরা তাগো গাড়ি ব্যাকগিয়ারে চালায়া নামতেছে । সে কয় , 'উঠলেন ব্যাক গিয়ারে আবার নামলেনও ভি ব্যাকগিয়ারে । গটনা কী?' 'পাহাড়ের উপর একটু খানি জায়গা ছিল । বহুত কষ্ট কইরা ঘুরাইসি, দেখো না কত জায়গায় গাড়ির ছালচামড়া উইঠা গেছে?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।