আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ২০

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

সর্দারজী পল্টু সিং 'আশাবাদী' আদমী, গেলাসের অর্ধেকটা পানি থাকলে হে কয় 'ওহো গেলাস তো অর্ধেক ভর্তি! আহো ফুর্তি করি!' আর সর্দারজী বল্টু সিং নৈরাশ্যবাদী, গেলাসের অর্ধেকটা খালি থাকলে হে কয় 'ওহো গেলাস তো অর্ধেক খালি, আহো চুল ছিঁড়ি!' এখন দুইজনেরই শিকারের নেশা । আশাবাদী পল্টু সিং একদিন কাঁটাবনের মার্কেট থিকা এমন একটা কুত্তা কিনছে যে কিনা পানির উপরে হাঁটতে পারে । পল্টু ভাবে, বল্টু অন্তত একদিনের জন্য চাঙ্গা হবে । তারপরে দুইজেনই শিকারে গেছে । একটা হাঁসরে গুলি কইরা ফালাইছে ওরা পানির উপর ।

কুত্তারে কয় পল্টু 'লে আও!' আর কুত্তামিয়া টুকুস টুকুস পানির উপর দিয়া হাঁইটা হাঁসটারে মুখে নিয়া ফিরা আইলো মালিকের কাছে । কুত্তা আবার মালিক-প্রেমিক জানোয়ার কিনা ! পল্টু, বল্টুরে কয় 'দেখলা?', বল্টু কয় 'দেখলাম' । তো সারাদিন হেরা পাখি মারছে । অনেকবারই পাখি পানিত পড়ছে, বাট কুত্তার গোড়ালি ছাড়া আর কিছু ভিজে নাই । সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পল্টু বলে বল্টুরে ' অনেক দিন পরে একটা জুতমতো কুত্তা পাইলাম ।

' কিন্তু বল্টু সিং মাথা নাড়ে । 'তোমার কুত্তার একখান গলতি আছে' 'কী হেইডা?' 'তোমার কুত্তা সাঁতরাইতে জানে না !'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।