আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের গণহত্যা: আসল নায়ক কে? (১২)

ইতিহাস ও এতিহ্য

আগের পর্ব -- এগার) সেই Broad Agreement ও Understanding কি হয়েছিলো, দেশবাসী জানে না। তবে, ২৫ মার্চ শেখ মুজিব অসহযোগ আন্দোলনের অংশ বিশেষ শিথিল কের পাট রফতানী পুনরায় চালু করা, লন্ডন ও ম্যানিলা হয়ে বিদেশী তারবার্তা আদান প্রদান করা, পি আই এর পার্সেল ডেলিফারী চালু করা প্রভৃতি কতিপয় নির্দেশ দেন- যা স্পষ্টত আলোচনার অগ্রগতি তথা ভুট্টো কথিত চুক্তি স্বাক্ষরের সত্যতার ইংগিত বহন করে। বারো) ২৫ মার্চ আত্মসমর্পণ বা গ্রেফতারের আগে বিশ্ববিখ্যাত ফরাসী দৈনিক লা মন্ডের সাথে দেয়া এক সাক্ষাতকারে শেখ মুজিব বলেন: "Is the Pakistan Government not aware that I am the only one able to save East Pakistan from Communists?" অর্থাৎ কমিউনিষ্টদের খপ্পর থেকে পূর্ব-পাকিস্থানকে রক্ষা করার তিনিই একমাত্র ভরসা। তাঁর কাছে ক্ষমতা হস্তান্তরের কোন বিকল্প নেই। সাক্ষাৎকারটি লা মন্ডেতে ছাপা হয় ৩১ মার্চ তারিখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।