আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাথ ট্রিকস্

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

মনে মনে গুন করুন ২০X২০ পর্যন্ত: মাত্র ৫ মিনিটে আপনি শিখে যাবেন ২০X২০ এর মধ্যে যেকোন সংখ্যার গুন কিভাবে করা যায়। তাহলে আপনি প্রস্তুত? মনে করুন আপনি গুন করছেন ১৫X১৩=? নিচের ধাপগুলো অনুসরণ করুন: ১. মনে মনে বড় সংখ্যাকে উপরে ও ছোট সংখ্যাকে নিচে সাজান ২. প্রথমে উপরের ১৫ এর সাথে নিচের ৩ যোগ করুন, অর্থাৎ ১৫+৩=১৮ ৩. এর সাথে ০ যোগ করুন, অর্থাৎ ১৮০ ৪. উপরের ৫ এর সাথে নিচের ৩ গুন করুন, অর্থাৎ ৫X৩=১৫ ৫. আগের ফলাফলের সাথে এই ১৫ যোগ করুন, অর্থাৎ ১৮০+১৫=১৯৫ এটিই ফলাফল। কাগজে কলমে সত্যতা যাচাই করুন। এভাবে কয়েকবার চর্চা করুন দেখবেন কত দ্রুত গতিতে আপনি গুন করতে পারছেন। কি মজার না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।