আমাদের কথা খুঁজে নিন

   

ভোটরে আগে --দারীদ্রতাকে ঘুম পাড়ানী গান, দারদ্রিতাকে যাদুঘরে পাঠানোর অবাস্তব আপক্ষেকি গল্পরে অংগকিার না করে ভোটরে আগে লখিতি বাস্তব অংগকিার করুন

আমরা কি আমেরিকা অনুসারী নাকি ভারত অনুসরী কারন আমেরিকায় অনেক উপাসনালয় আছে প্রচুর যাজক আছে আবার অধর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত— -- কুমারী মাতৃত্ব সমকামী বিবাহ বেশ্যাবৃৃিত্ত অনুমোদিত।আর ইন্ডিয়ায় যা হচ্ছে তা আমাদের অজানা নয় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত নামী দামী নায়িকা ও সেলিব্রেটিদের লাইভশোতে বুক ও পেটের কাপড় সরিয়ে নাচাচ্ছে,নগ্নতা,যৌনতা,অধার্মিকতা অনুমোদিত।সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশে মসজিদের দেওয়ালের পাশে বিউটি পার্লারের ডিজিটাল সাইনবোর্ড,মসজিদের ১০০ গজের মধ্যে বৃটিশ আমল থেকে বহমান বেশ্যালয় যা এখন আরোও বড় করে চলমাান। উদ্দেশ্য দারিদ্র বিমোচন এবং দলগুলি আমেরিকা এন্ড ভারতের ধার্মিক ধনীক শ্রেনীর প্রতিনিধি। এই রাজনৈতিক দলগুলিই এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে নিজেদের, ধার্মিক ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছে। ভোটের আগে --দারীদ্রতাকে ঘুম পাড়ানী গান, দারিদ্রতাকে যাদুঘরে পাঠানোর অবাস্তব আপেক্ষিক গল্পের অংগিকার না করে ভোটের আগে লিখিত বাস্তব অংগিকার করুন আমাদের দল জয়ী হলে ছোট বড় প্রত্যেক ধার্মিক ধনী মালিক শ্রেনী নামাযে পুজায় প্রার্থনায় যেমন ধার্মিক গরীবের সাথে একই কাতারে দাড়িয়ে বসে নামায পুজা প্রার্থনা করে তেমনি একই মানের খাবার,একই মানের কাপড় একই মানের লেখাপড়া একই মানের ঘরের ব্যবস্থা করবো। আমাদের দল জয়ী হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল ধার্মিক গরীব শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল ধার্মিক গরীব বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে সম খাবার সম কাপড়,সমঘর,সম চিকিৎসা খরচ পাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.