আমাদের কথা খুঁজে নিন

   

একজন গরীবরে ভোটরে যে মান একজন বড়লোকরে ভোটরে একই মান, র্অথৎ গরীবরে ১টি ভোট=১ ,এবং বড়লোকরে ১টি ভোট=১, তাহলে জীবন যাপন কনেো একই মানরে হবনো !



এদেশতো শুধু সরকারী দল আর বিরোধী দলের নয়। এদেশ সকল জনগনের । সরকারী দল আর বিরোধী দলের যে হানাহানি তা শুধু জনগনকে দারিদ্রতা অভাব অনটন ভুলে ভোটমুখী করার প্রচেষ্টা। এই হানাহানিতে মরছে সাধারন মানুষ। অন্যদিকে আমেরিকার সাথে দেশ বিরোধী বানিজ্য চুক্তি করলো সরকার এবং চুক্তি করে দম ফেলার আগেই বিরোধী দল স্বাগত জানালো এই চুক্তিকে।

বিরোধী দল বলছে মেয়াদ উত্তীর্ণ এই সরকার অবৈধ কিন্ত অবৈধ সরকার যখন দেশ বিরোধী চুক্তি করছে তখন বিরোধী দল সাধুবাধ জানাচ্ছে,্জনগনকে ধোকাবাজী দেওয়ার অধিকার সরকারী দল বিরোধী দল কারোরই নেই,এদেশ সকল জনগনের। একদিকে সাধারন মানুষ মরবে অন্য তলে তলে রসুনের মতো দুদল দেশ বিরোধী চুক্তি করবে তাহতে পারেনা। নির্বাচন দরকার সংবিধান রক্ষার জন্য । এবং শুধুমাত্র সংবিধান রক্ষিত হলেই রাজনীতিক ধনী বড়লোকদের পহাড় পরিমান ধন সম্পদ আরো সুরক্ষিত ও নিরাপদ হবে,আমেরিকা ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি ও করা যাবে স্বাচ্ছন্ধে। আমাদের দেশে কোন দল সরকার গঠন করবে তা নির্ভর করে যে দল আমেরিকা আর ভারতকে বেশী খুশী করতে পারে।

এজন্য আমেরিকা আর ভারতকে খুশী করতে রাজনীতিক ধনী বড়লোকদের জঘন্য প্রতিযোগীতা চলছেই। রাজনীতিক ধনী বড়লোকরা দেশ এবং দেশের বেশীর ভাগ মানুষের কথা কখনই ভাবেননা। শুধু ভোটের সময় এলেই জনগনের মধ্যে ভোটের নাটক করেন। ভোট খুব দরকার সংবিধান রক্ষার জন্য । সংবিধান রক্ষিত হলেই রাজনীতিক ধনী বড়লোকদের পহাড় পরিমান ধন সম্পদ আরো সুরক্ষিত ও নিরাপদ হবে।

আমরা আমেরিকার দাস নই আমরা ভারতের দাস নই । আমরা স্বাধীন সার্বভৌম বাংলদেশ। এদেশতো শুধু সরকারী দল আর বিরোধী দলের নয়। এদেশ সকল জনগনের । একজন গরীবের ভোটের যে মান একজন বড়লোকের ভোটের একই মান, জীবন যাপন কেনো একই মানের হবেনা।

যে দু:খ কষ্ট নিয়ে শহরের বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণশীর্ণ ঘরে কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে দেশের বেশীরভাগ মানুষ ধৈর্য্যরে পরীক্ষা দিয়ে যাচ্ছে,সকল দ্রব্য মূল্যের,শিক্ষার উচ্চমুল্যের কারনে নিম্নআয়ের মানুষের দু:খময় জীবনগাথা ,তা কি রাজনীতিক ধনী বড়লোক আর তাদের প্রভু আমেরিকা ভারত জানেন না ! আমরা গরীব জনগন আমরা আপনাদেরকে মানে রাজনীতিক ধনী বড়লোকদের দেশপ্রেমিক বলবো নাকি দেশের শত্র“ বলবো ! আপনাদের কোন কর্মকান্ডইতো দেশপ্রেমের আওতায় পড়ে না। আপনারা দেশ বিরোধী চুক্তি করেন, রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে সুইচ ব্যাংকের জমা বৃদ্ধি করেন,আপনাদের ছেলে মেয়ে আর বউ এর হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর নাইটক্লাব ফুর্তি খরচ লক্ষ লক্ষ টাকা এর পর ও আপনাদেরকে দেশপ্রেমিক বললে নিচ্শয়ই তা সত্য বলা হবেনা। ধর্মীয় আবরন, নগ্নতা যৌনতা নায়িকা সেলিব্রেটিদের বুক আর পেটের কাপড় সরিয়ে দ্রুত তালে কোমর ঘুটিয়েও যখন দরিদ্রদের ভুলিয়ে ভালিয়ে রাখা যাচ্ছেনা,রাজনৈতিক দলগুলিই দুর্নীতির শীর্ষস্থান দখলকারী তা যখন লুকানো যাচ্ছেনা,রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, ঋন খেলাপী অর্থপাচারসহ বড় রাজিৈনতক দলগুলির সকল অপকর্ম যখন প্রকাশ হতে থাকে তখন জনগনের দৃষ্টিভংগি মনন ছলা কলার মাধ্যমে অন্যমুখী করার চেষ্টায় সরকারী দল বিরোধী দল নির্বাচনী নাটক মঞ্চায়ন করছে। আমেরিকা আর ভারতের দালালী আর দালালদের বাদ দিয়ে দেশপ্রেমিক গরীব মানুষের সমন্বয়ে নির্বাচনকালীন স্থায়ী টিম গঠন করুন যারা নির্বাচনকালীন সরকার হয়ে নির্বাচিতদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। প্রতি ৫ বছর পর পর কিভাবে নির্বাচন হবে তা নিয়ে হানাহানির এই সাজানো নাটক বন্ধ করুন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.