আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের গণহত্যা: আসল নায়ক কে? (৬) কিংবা সচলায়তনের ঘাস খাওয়ার সমীকরণ



একাত্তরের গণহত্যা: আসল নায়ক কে? (৬) এই লেখাটা পড়ে মানুষের ঘাস খাওয়ার সমীকরণ মনে পড়ে গেল । সচলায়তন নামের জনৈক নিকের এমন ২ যোগ ২ সমান ৫ মেলানোর চেষ্টার অর্থ কি ?? পৃথিবী নামক এই আজব গ্রহে প্রশ্নাতীত কি আছে ?? সচলায়তন , আপনাকে নিয়ে একটা প্রশ্ন : আপনি যাকে আপনার বাবা বলে জানেন তিনিই কি আপনার আসল পিতা ?? নাও তো হতে পারে ... আপনার ডি এন এ এবং আপনার বাবার ডি এন এ পরীক্ষা করেছেন ?? প্লিজ দ্রুত পরীক্ষা করুন নইলে সেটা নিয়েও কোন বেয়াদব প্রশ্ন তুলতে পারে!! (দুঃখিত , আপনার লেখা পড়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া ,যুক্তিবাদী মন নিয়ে পড়বেন , ইমোশন দিয়ে নয় !! আপনি তো যুক্তিবিদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।