আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট অভিষেকের অপেক্ষায় রোহিত শর্মা

ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত একশ'র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন ব্যাটসম্যান রোহিত শর্মার । তবে এখনও টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়নি। তবে বর্তমান পারফরম্যান্সের ওপর নির্ভর করে খুব দ্রুতই ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখছেন রোহিত শর্মার।
 
২০০৭ সালে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক ঘটে রোহিত শর্মার। এরপর রঙ্গিন জার্সি গায়ে কিছুদিন আগে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

সেই সঙ্গে নিজের নামকে লিখিয়ে ফেলেন রেকর্ড বইয়েও। রেকর্ডটি হল- কোনো টেস্ট ম্যাচ না খেলেও একশ ওয়ানডে খেলার মালিক হন রোহিত। এই ধরনের রেকর্ড অন্য কারো নেই।
 
এর আগে তিনবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন রোহিত। কিন্তু কোনোবারেই টেস্ট ক্যাপ পড়ার স্বপ্ন পূরণ হয়নি তার।

প্রত্যকবারই ভাগ্য তার বিপক্ষে ছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে স্কোয়াডে ডাক পেয়েছিলেন রোহিত। কিন্তু অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয়বার ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও তৃতীয়বার ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে ডাক পান তিনি। কিন্তু শেষ দু'বার ইনজুরির কারণে নয়, সেরা কম্বিনেশনের জন্য মূল একাদশে সুযোগ পাননি রোহিত।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।