আমাদের কথা খুঁজে নিন

   

বাবারে বাবা কারে কইলাম হাবা!

ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।

বাবা দিবসে মর্মান্তিক একখান লেখা লিখছিলাম।

মাগার ‌'প্রকাশ করুন' এই ট্যাবে ক্লিক করার পর প্রকাশ না হইয়া লেখাট আলেমুল গয়েব হইয়া যায়। বিলকুল। রাগে কুলকুল কইরা আমার মাথার ঘাম গাল বেয়ে বুকে পইরা শুকাইয়া যায়। পরবর্তীতে সাহায্য চেয়ে ব্লগ কর্তৃপক্ষ বরাবর একটি অভিযোগপত্র দাখিল করিয়াছিলাম কিন্তু হাবা কর্তৃপক্ষ সেটার কোনো সমাধান করে নাই। হাবা হাবা হাবা!!! কী করিব কোথায় যাব.. লেখাটা লিখিবার পর পড়িতে গিয়ে নিজেই কান্দিতে কান্দিতে চক্ষু জামা প্যান্ট সব ভাসাইয়া ফেলিয়াছিলাম।

নিজের প্রতিভায় এতটাই মুগ্ধ হইয়াছিলাম যে, টাশকি খাইয়া গেছিলাম। কিন্তু প্রকৃতি আমার সঙ্গে মশকরা করিল। ওকে, আমিও দেখিয়া লইব। সাবধান!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।