আমাদের কথা খুঁজে নিন

   

টাকা পয়সার গল্প

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

দবির আগে পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যেতো আর ব্যাগ ভর্তি বাজার আনতো। আর সেই দবির এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায় আর পকেট ভরে বাজার নিয়ে আসে। দবিরের বন্ধু ছবির মানি এক্সচেঞ্জের ব্যবসা করে। ডলার, পাউন্ড আর টাকার বিনিময় মূল্য এখন তার কাছে- ১পাউন্ড টাকা =১ ডলার। ছবিরের আতেল বন্ধু উঠতি কবি রহিম মনে করে জীবনে টাকা পয়সাই সব কিছু নয়।

রহিম-বুঝলে ছবির টাকা-টাকা করেই জীবন পার করে দিলে, অথচ এই জীবনে টাকা-পয়সার বাইরেও অনেক দামি দামি জিনিষ আছে। ছবির-সে তো আছেই। কিন্তু মুশকিল হলো ঐ দামি দামি জিনিষ কিনতে টাকাই লাগে। তাহলে টাকা কিভাবে আয় করবেন? দবিরের দুইটা সহজ বুদ্ধি আছে। ১।

যার কাছ থেকে টাকা ধার করবেন টাকা পাওয়ার সাথে সাথে তাকে ভুলে যাওয়া, ২। ব্যাংক থেকে ঋণ নেওয়া। কারণ দবির জানে কেউ ব্যাংক থেকে ১শ টাকা ঋণ নিলে এটা তার সমস্যা, ব্যাংকের কোনো মাধাব্যথা নাই। আর ১০০ কোটি টাকা ঋণ নিলে সেটা ব্যাংকের সমস্যা। তাহলে শুধু শুধু ঝামেলা নিজে না নিয়ে ব্যাংকের উপরেই ফেলতে আগ্রহী দবির।

জানেন এই পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি কে? আমার বন্ধু দবির। কেননা সেই ব্যক্তিই সফল যে টাকা আয় করে। দবিরের চেয়েও সফল একজন আছেন। তিনি হলেন আমার ভাবি, মিসেস দবির। যিনি বিয়ে করার জন্য দবিরের মতো একজনকে খুঁজে বের করেছেন।

জানেন কি একজন মহিলা একজন পুরুষকে কখন লাখপতি বানাতে পারে? -যদি সে কোটিপতি থাকে তাহলেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.