আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: শকুন্তলা সময় (উতসর্গ: রাগীমন)

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

পরশু থেকে আজ অবধি এক টুকরো আকাশ দেখেনি কেউ। জলপথে আবর্জনা প্রচুর, মোহন কোন ছায়া পড়েনি পথের শকুন্তলা তাই একাই এখন বনপথে। চুপচাপ নিথর সায়াহ্নে বালিকা জলপ্রপাতের ধারে কি এক আশ্চর্য সুরাসুর, বিষাদ আর মালিন্যের পদাবলী সময়। সময়, জাহাজ আর অরণ্যের হাত কি নিদারুন কালক্ষেপন নদীপারে! কবিতা, সপ্ন আর শরীরের সামান্য দুরেই, দুপুরের নোনারোদে অলস ঈশ্বর আর ভালবাসাকে কামড়ে ঘিরে একাপাল দাঁতাল শুয়োর। ধবল শরীর বেয়ে নামে সহস্ত্র সাইক্লোন, শায়িত ঈশ্বরের শবাধারে বালিকা আর নিকষ আঁধার হেক্টরের তরবারী কি মরচে ধরা জল? মিথলজী সময় আর শাসন মিলেমিশে একাকার। শকুন্তলা পেরুলো কি পথ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.