আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উৎসর্গ করে লেখা............

রাষ্ট্র যেথায় দ্বিধায় ভোগে, আমরা সেথায় দ্বিধাহীন......... কালকে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ক্লাস (যদিও আমার একার কিছু বাড়তি ক্লাস আঁছে ) বিদায়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উৎসর্গ করে লেখা............ আজ থেকে আর থাকবে না এই আড্ডা থাকবে না ক্লাস রুটিন ঠাসা থাকবে ক্যান্টিনের চায়ের কাপ আর চেয়ার থাকবনা আমি কিংবা তোরা। রেল লাইনের ধারে ঝুপড়িটা থাকবে হয়ত থাকবে লাইব্রেরীর সামনে জটলাটা থাকবে না কিছু পুরনো মুখ থাকবনা আমি কিংবা তোরা। আঙ্গুলের ফাঁকে সিগারেট থাকবে থাকবে বাসের পিছে ছোটাছুটি থাকবে না কয়েক যুগল চোখ থাকবনা আমি কিংবা তোরা। লেকচারশিটের কাড়াকাড়ি থাকবে গালাগালি, হাসাহাসি থাকবে থাকবে না কিছু স্বপ্ন দেখা মন থাকবনা আমি কিংবা তোরা। সবুজ ক্যাম্পাসে কোলাহল থাকবে পথের পাশের ঝর্নাও থাকবে থাকবে না তবু অনেক কিছুই থাকবনা আমি কিংবা তোরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.