আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলেমানুষী



১৯৯৬ সাল। পুরোটা সময় আমি ছিলাম শ্রীমঙগল। এটি আমার ভীষন প্রিয় শহর। প্রচুর বৃষ্টি, অনেকগুলো চা বাগান(যাতে আমার অনেক বন্ধুরা চাকরি করতো এবঙ সে সুবাদে আমিও প্রায়ই বাগানে রাত কাটাতাম), অসম্ভব গরম আর শীত, রাজ্যের মশা, কিছু মানুষের অকৃপণ ভালোবাসা... এই আমার প্রিয় শ্রীমঙগল। পুরো বছর জুড়ে আমি ৩১১ টি চিঠি পাঠিয়েছি রোদ্দুরের মাকে (তখনও অবশ্য আমাদের বিয়ে হয়নি) এবঙ সবগুলোই কুরিয়ার সার্ভিসে।

এনিয়ে ম্যালা ঠাট্টা-মশকরা করতো আমার আর আমাদের বন্ধুরা। অবশেষে আমাদের বিয়ে হল। প্রথম বিয়ে বার্ষিকী করতে চলে গেলাম কক্সবাজার। রাত বিরাতে বৌকে নিয়ে মটরসাইকেলে বেরিয়ে পড়তাম, এদিক-সেদিক। ঢাকায় চলে আসতাম মটর সাইকেল নিয়ে।

সাথে বৌ। একবার ঢাকা থেকে যেতে ট্রাকের সাথে মুখোমুখি। হাত আর পায়ের দুটো আঙগুলের দফা-রফা। ১ মাস ডান পায়ে প্লাস্টার... আড়াই বছরের রোদ্দুরকে নিয়ে কক্সবাজার হয়ে ট্রলারে চড়ে সেন্টমার্টিনস। সেই প্রথম আমার প্রবাল দ্বীপ যাওয়া।

সমুদ্রের দুলুনীতে কি ভয়টাই না পেয়েছিলাম। বৌ তো কেঁদে-কেটে-বমি করে একাকার... এখনও বেরিয়ে পড়ি যখন, তখন। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙগামাটি থেকে কুয়াকাটা, বরিশাল, সুন্দরবন, নিঝুমদ্বীপ কোন এলাকাই বাদ যায় না। কখনও বৌ বাচ্চা সহ, আবার কখনও বন্ধুরা। ও ভালো কথা, আমি দেশের ৬৪ জেলায় গিয়েছি।

আর এটি আমার বিশাল গর্বের...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।