আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসস্তুপ থেকে বেঁচে উঠে এস এম মাহবুব মুর্শেদের পরশমনি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

একটা দুরন্তপনা আছে চূড়ান্তরকমের। কোন কিছু শুরু করে শেষ না করা পর্যন্ত স্বস্তি নেই, এটা যদি তার চরিত্র হয়, তবে লেখাতেও তা উপেক্ষিত হয়নি। ভেঙে পড়েও নুয়ে পড়ে নয়, বেঁচে ওঠার করালগ্রাসী অবলম্বন স্কন্ধে চেপে তার লেখায় মূর্তমান হয় দার্শনিক দ্বন্দ্ব, হতাশা, পরিষ্কার যুক্তি, স্পষ্ট কথন আর খানিকটা প্রিয়দের জন্য পক্ষপাত। তবে প্রিয় মানুষেরা মেটামরফসিস হয়ে যখন রঙ পাল্টায় তখন মুর্শেদ হতাশ হন, লেখাগুলো হয়ে যায় অভিমানী, কখনও বসে থাকে কবিতায়, কখনও অন্য ওয়েবে, গল্পে আর বিনিময়ে। শব্দে শব্দে অন্যান্যতা ধারণের বিরল প্রতিভা মুগ্ধ করে পাঠককে - যার সহজাত বিচরণ ছুয়ে যায় মন্তব্য-প্রতিমন্তব্যে। ভাষা কখনও তীর্যক, কখনও আবার দারুন আলাপী। আজকে আগুণের পরশমনিতে সুমনের পদধ্বনি শোনা যাবে। অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে আমরা আলাপ করবো, জানতে চাইবো পুড়ে ছাই হয়ে কিভাবে ধ্বংসস্তুপ থেকে বেঁচে ওঠার আহবান জানানো যায় সামহোয়ারইনকে, কিভাবে তিনি দেখছেন আজকের বদলে যাওয়া বাংলাদেশ, বদলে যাওয়া আজকের পৃথিবী!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.