আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদের Headline এর মত, লেখা(Text) যাবে নিচ দিয়ে।


খবরে দেখেন না? নিচ দিয়ে শিরোনাম যায়। ডান দিক থেকে বা দিক। আর Emergency হলে তো আরও Speed-এ। জানি অনেকেই খুঁজেছেন। কিন্তু পান নি।

সফটওয়্যারটা অনেক আগেই দেবার ইচ্ছা ছিল সবাইকে। কিন্তু আমার পিসিটা ফরম্যাট দিতে হয়েছিল বলে দিতে পারিনি। তবে চিন্তার কারণ নেই। আবার এনেছি। এখন এটা আপনার পিসিতেও যাবে।

তাহলে দেরি কেন? আসুন দ্রুত এই 555kb-এর সফটওয়্যারটা Download (Text Ticker) করে ফেলা যাক। খুবসংক্ষেপেই হয়ে গেল, না? যাকগে আরও কিছু লিখতে পারতাম। আজ না। অন্য দিন। কেমন লাগলো Please জানাবেন।

জানাবেন কিন্তু। কারণ, আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই।
বি:দ্র: জানি হাতের লেখা খারাপ। একটু কষ্ট করে পড়ে নেবেন।
ফেসবুকে আমি: Sandpiper Mehedee


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.