আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের ২০০০ এর মিথ্যাচার আমার চোখ খুলে দিয়েছে

মম অন্তর করো প্রসারিত , হৃদয় করো মোর উচ্ছ্বসিত , মনকে করো সুসমমণ্ডিত

প্রথম কয়েকদিন আমি নিজেও বলেছি,বিশ্বাস করেছি,শেয়ার করেছি যে হেফাজতের দু হাজার মারা গেছে। অবশ্য লীগের ভাই আপু আর বন্ধুদের কেউ কেউ বিশ্বাস করে অই রাতে কেউ মরেনি !!! তাই আপনারা এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন https://www.facebook.com/rehanahsan সে জীবিত না মৃত। হায়রে রাজনীতি হেফাজত ২০০০ বলেলেও সমস্যা নাই লীগ কেউ মরে নাই বললে ও সমস্যা নাই অধিকার ৬০ বললেই সমস্যা ## আমার ভুলের কারণ ১) দৈনিক আমার দেশে হেডলাইনে ২০০০ মৃত বলে নিউজ দিয়েছিল। ২)হুজুরদের অনেক বিশ্বাস করতাম একসময়। তাই তাদের কথা এতটা মিথ্যা ভাবতে পারিনি।

কয়েকদিন এই নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম। ## আমার দেশের নিউজের ব্যাখ্যা দিচ্ছি: তাদের হেডলাইন ২০০০ বললেও ভিতরে রেফারেন্স দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটসের। আর এশিয়ান হিউম্যান রাইটস রেফারেন্স দিয়েছে হেফাজতের ## এসব ঘাটতে ঘাটতে এবার আমার মাথায় প্রশ্ন ঢুকল তাহলে ধর্ম নিয়ে যেসব আধ্যাত্মিকতা শুনি তাও তো যাচাই না করে বিশ্বাস করা ঠিক না। এজন্য কিছু আধ্যাত্মিক ধর্মীও ঘটনা বাছাই করলাম যদিও এর অনেকগুলি আমি বিশ্বাস করতাম না, তারপরও প্রমাণ সহ যাচাই করাটা ইম্পরট্যান্ট মনে করলাম। ১)কবর স্থানে পশু পাখি কম থাকার কারণ সেখানে বাজে লোকের আত্মা শাস্থি পেয়ে চিৎকার করে,যা কেবল পশু পাখি শুনে,তা সহ্য করতে না পেরে এরা কবর স্থানে আসেনা।

২)নেপালে চাদর উড়ন্ত গম্বুজে পরিণত হল,তারপর মসজিদের গম্বুজ হয়ে গেল। ৩)গাছের সারীতে (সম্ভবত জার্মানে) ফুটে উঠেছে লা ইলাহা ইল্লাল্লা ৪)সুনামিতে সব ভাঙল কিন্তু মসজিদ ভাঙল না ৫)মাছের গায়ে লেখা আল্লহু সবগুলোর উত্তর বের করলাম। উত্তর-গুলো পর্যায়ক্রমে দিলাম: ১)কবরের ঘটনাঃ যেখানে ফলের গাছ থাকেনা সেখানে পশুপাখি কম থাকে বা থাকেনা ২)নেপালের ঘটনাঃ ঘটনাটা ভুয়া ৩)গাছে আল্লাহুঃ স্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। ধারণা করা হয় এটি একটি তৈলচিত্র ৪)সুনামি ও মসজিদঃ চারপাশে আরও একদুটা বারি অক্ষত ছিল। মসজিদের কাঠামো খুব শক্ত হওয়াতে তা ভাঙেনি।

মসজিদ না ভাঙ্গা কোন আধ্যাত্মিকতার নিদর্শন নয়। কারণ মসজিদ ভেঙ্গে মানুষ মারা গেছে এমন নজিরও ইতিহাসে আছে। ৫)মাছে আল্লাহুঃ সারা পৃথিবীতে হাজার হাজার প্যাটার্ন এর হাজার হাজার নকশা ছড়িয়ে আছে সর্বত্র। অনেক ঘাটাঘাটি করলে আপনার নামের মত প্যাটার্নও পেয়ে যেতে পারেন কোথাও। কিন্তু তা পাওয়া কষ্টকর এবং প্রায় অসম্ভব কারণ আপনারটা খুঁজবেন আপনি একা,তাতে পাওয়ার সম্ভাব্যতা অনেকাংশে কমে যায়।

গরুর,ছাগল,মাছের গায়ে অন্য ধর্মের সিম্বলও পাওয়া যায়। ## এরপর ভাবলাম পেপসির ব্যাপারটা একটু ঘেঁটে দেখি। অনেকের দাবি পেপসির মানে হচ্ছে pay each penny for Israel এটি সম্পূর্ণ ভুয়া একটি কাহিনী। পেপসি শব্দটা এসেছে পেপসিন থেকে। যা পাকস্থলী নিঃসৃত একটি পাচকরস।

পেপসিন খাদ্য পরিপাকে সহায়তা করে। এই পেপসিনের অনুকরণেই পেপসির নামকরণ। ## আরেকটা মিথ্যা কাহিনী: নোবেলবিজয়ী সুচি নাকি ইসলাম গ্রহণ করেছে। লোকজন তাতে লাইক দিয়া ভাসাই দিছে। ঘটনাটা সম্পূর্ণ ভুয়া এবার নিজেকে নিয়ে কিছু কথা অগ্রিম বলে রাখি নইলে কিছু ধর্মান্ধ আমায় নাস্তিক বানিয়ে ছাড়বে # আমি একজন মুসলমান এবং ইসলামকে সম্মান করি # আমি গাজাখুরি গল্প বিশ্বাস করি না # আমি শুধু ইসলাম নয় সকল ধর্মকেই সম্মান করি # কম বা বেশি মরুক(হেফাজত),ঘটনাটা দুঃখজনক বিঃদ্রঃ ধর্মকে আঘাত করে কমেন্ট না করার রিকুয়েস্ট রইল,পোস্টে ভুল থাকলে শুধরে দেবেন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.