আমাদের কথা খুঁজে নিন

   

যুঞ্চিক্তের পোস্ট মুছে ফেলা প্রসঙ্গে

নোটিশবোর্ড

সামহোয়্যারইন ব্লগের মুল উদ্দেশ্য হল সকলের জন্য আলোচনার একটি উন্মুক্ত প্লাটফর্ম গড়ে তোলা। কিন্তু সেখানেও কিছু রুলস এবং রেগুলেশন থেকেই যায়। পৃথিবীর সব খানেই হোস্টেড ব্লগিং প্লাটফর্মের রুলস এবং রেগুলেশন অনুযায়ী ব্লগিং করতে হয়। আজকে যুঞ্চিক্তের দুটি পোস্ট মুছে ফেলা হয়েছে সুষ্পষ্টভাবে ধর্মীয় অবমাননার জন্য। এধরনের পোস্ট শুধু বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কিছু বয়ে আনতে পারেনা বলে আমাদের বিশ্বাস। যে দুটো পোস্ট মুছে ফেলা হয়েছে সেগুলো হল ১. কোরান ক্যাডা লিখছে : কিছু প্রাসংগিক কথা এবং দ্বিতীয় পর্বের প্রস্তাবনা (২ গ) ২.কোরান ক্যাডা লিখছে : কিছু প্রাসংগিক কথা এবং দ্বিতীয় পর্বের প্রস্তাবনা (২ :খ) এবং এধরনের বিদ্বেষমূলক পোস্ট আর কখনোই অ্যালাউ করা হবে না। আমরা যুঞ্চিক্ত কে অনুরোধ করব এধরনের পোস্ট সামহোয়্যারইন ব্লগে আর না করতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।