আমাদের কথা খুঁজে নিন

   

নতুন শব্দ : পাংখা

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সামহোয়ারের সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে দেখছিলাম পাংখা শব্দটা শব্দকোষে আগে লিখেছি কিনা। না আমি লিখিনি। তবে কত যে পাংখা আছে আর তার যে কত রকমারি ব্যবহার তা একবার সার্চ দিলেই টের পাবেন। গ্রামে হাত পাখাকে পাংখা বলা হয়।

মনে আছ, সিলিং ফ্যানকেও পাংখা বলতে শুনেছি কোথাও কোথাও। সম্ভবত পাখা থেকেই পাংখা শব্দের উৎপত্তি। পাখা যদিও অনির্দিষ্টভাবে ঘোরে না তারপরও অনির্দিষ্টভাবে ঘোরা থেকে পাংখা শব্দটি এসে থাকতে পারে। পাংখা হয়ে ঘুরতেছি, বেশ শোনা যায়। পাংখা শব্দটি সে অর্থে ভবঘুরে, বাউণ্ডুলে, আউলা শব্দের সমার্থক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.