আমাদের কথা খুঁজে নিন

   

কারবালা

পরিবর্তনের জন্য লেখালেখি

তোমাকে মাঝে মাঝে দুই এক ঝলক দেখি বরের গাড়িতে,এ জন্যই পড়ে আছি এই আবালময় দেশে। পাগলামী কইলে তাই সই। _____________________________ দেখা হয় নাই রাজকীয় কি প্রান্তিক মরুভূমি ব্রাত্য জনের বুকের আগুনে হাজার সূর্য জ্বলে দেখিনি প্রেমিক কুয়াশা ভোলানো কাঞ্চন জঙ্ঘাকে তোমার জঙ্ঘা স্বর্গ দেবে , দুঃস্বপন ছিলো বলে ফারাও এর হাতে লুট হয়ে গেছো বাংলার মসলিন আমি কাঁদা ঘেটে অযথাই খুঁজি তোমার সোঁদা ঘ্রাণ এখনো অবুঝ রাজপথে হাটি ছায়া মিছিলে ম্লান টি এস সি ঘুরে ফের তোমাকেই দেখে ফেলি কোন দিন সুজাতার মত তুমিও মোড়ানো হীরে ঢাকা জহরতে সংসার নামে কপট সুখের খাঁচাসম ইমারতে যদিও তোমার ঘামে উজ্জ্বল বৃত্তে সুখের রেখা আমি অন্ধ তায় হাতড়াই অলীক মরীচীকা যেন গভীরে , খুব নিশ্চুপ , কোন কোণে আজও আছি আমি ও আমার ভালোবাসাটুকু আজাবধি কাছাকাছি ! ______________________________ আকুল তিয়াসে আমারই পিয়াসে , অন্তর কেঁদে মরে খুব জানতে ইচ্ছে করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.