আমাদের কথা খুঁজে নিন

   

আমদের দেশের মুভিতে কিছুটা ভিন্নতা আনলে কেমন হয় ??

বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচ জন ক’রে অমরঘুমিয়ে আছেন। " <______হুমায়ুন আজাদ

আমরা সবাই জানি আমাদের চলচিত্র অঙ্গন অনেক পিছিয়ে আছে , নতুন যতগুলো মুভি হচ্ছে সবগুলোই গতানুগতিক কাহিনির উপর ভিত্তি করে । নতুন কিছুই দেখা যায় না আর সব সিনামার মূল হলো ভালোবাসা । আমাদের দেশের অলমোস্ট ৯৮% সিনামাই তৈরি হয় এই ভালোবাসা কে কেন্দ্র করে দেখাযায় হয় নায়ক গরিব থাকে বা নাইকা , তাই নায়কা বা নাইকার বাবা-মা বিশেষত বাবা তাদের ভালোবাসার ব্যপারটা মানতে পারে না তিনি চান তার বন্ধুর ছেলে বা মেয়ের সাথে নিজের ছেলে বা মেয়ের বিয়ে দিতে ।

ফলে তার বন্ধুর ছেলে বা বন্ধু হয়ে যায় ভিলেন আর শেষে দেখাযায় নায়কের হাতে ভিলেনের করুন মার খাওয়ার দৃশ্য । এবং সিনামা শেষ হয় সবার মধ্যে মিল দিয়ে একেবারে হ্যাপি এন্ডিং । আমাদের দেশের বেশীর ভাগ সিনামার কাহিনী হয় এইটা বা এইটার সাথে সাদৃশ্য পূর্ণ । তার ফলাফলে সিনামাগুলা মানুষ খায় না মানে দেখে না । আর আমাদের সিনামা হলগুলোর অবস্থা তো আরো করুন ।

চলচিত্র অঙ্গনের উন্নতির পিছনে এটাও একটা বড় বাধা । যাক এবার আসি আসল কথায়,, আমাদের সিনামার গতানুগতিক কাহিনির পরিবর্তন করে নতুন কাহিনী নিয়ে সিনামা করলে দেখা যাবে যে কিছু লাভ হচ্ছে । আমরা বিভিন্ন যায়গায় দেখি যে স্পোর্টস নিয়ে মুভি হয় আমরাও করতে পারি যেহেতু আমরা ক্রিকেট পাগল জাতি তাই প্রথমে ক্রিকেট নিয়েই করা যাক , কিংবা আমাদের ফুটবল কে এগিয়ে নিয়ে যেতে ফুটবল নিয়েও করা যেতে পারে যেহেতু আমাদের লক্ষ ২০২২ বিশ্বকাপে খেলা তাই এই ভিষন ২০২২ এর উপর ভিত্তি করেও তৈরি করা যেতে পারে , এভাবে শুধু স্পোর্টস না বিভিন্ন নতুন কাহিনীর উপর ভিত্তি করে নতুন কিছু সিনামা বানালে আমার বিশ্বাস আমাদের চলচিত্র অঙ্গন অনেক এগিয়ে যাবে এবং আস্তে আস্তে বলিউড বা হলিউডকেও টক্কর দিতে সক্ষম হবে .........!!!! ছোটো মুখে কিছু কথা বলে ফেললাম ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.