আমাদের কথা খুঁজে নিন

   

তীরন্দাজের লেখা কেমন লাগে? (৯)

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

তীরন্দাজ ব্লগের একজন প্রাচীন পাবলিক। তার ব্লগ শিরোনামে যদিও দেখা যায় তিনি দলাদলি করবেন না, তবুও সত্য কথনের জন্য তাকে একটি বিশেষ দলের আক্রমনের মুখোমুখি হতে হয়েছে বেশ কয়েকবার। বেশ কিছু জামার্নীর ভ্রমন কাহিনী প্রকাশ করেছিলেন একসময়। পড়ে প্রায়ই লোভ হত জার্মানী চলে যেতে। এছাড়া শুরু করেছিলেন জামার্নী সাহিত্যের অনুবাদ।

ভাল কিছু লেখা, অথচ পাঠক টানেনি তেমন। কেমন লাগে তীরন্দাজের লেখা? বোরিং লাগে পড়তে পড়তে? প্রতিদিন ব্লগ খুলে যাদের লেখা আশা করেন তীরন্দাজ কি তাদের একজন? তার কোন ধরনের লেখাগুলো ভালো লাগে? তাকে আর কোন ধরনের লেখায় মনোনিবেশ করতে বলবেন? মানুষ হিসেবে কেমন মনে হয়? শুরু করুন তাহলে তীরন্দাজের দিকে তীর ছোঁড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.