আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ আলোর দ্যূতি

মিডিয়া

আমার চোখে জল। একটা অদ্ভুত টান ব্লগের প্রতি সবার । আমাকে অভিভূত করে। কাজের ব্যস্ততায় সব সময় লিখা হয়না। পড়া হয় মাঝে মাঝে, তবুও যখনই সুযোগ হয় তখনই ব্লগে এসে নিজেকে খুজি, আমার দেশকে খুঁজি।

খুজি দেশ পাগল মানুষগুলো। আমার হোম সিকনেস কেটে যায়। হনুমানজির প্রস্তান বিষয়ক পোষ্ট সত্যি আবেগ প্রবন। আমিও ব্লগের ভক্ত হয়ে উঠেছি। কিন্তু অনিয়মিত ভক্ত।

হোসেইন ভাই, দ্রোহী,আড্ডাবাজ,কেমিক্যাল আলী, অলৌকিক হাসান, ত্রিভূজ , জেবতিক আরিফ, ফরিদ,আশরাফ সবাইকে আমার ব্লগের প্রান মনে হয়। একেক জন একেক রকম খোরাক দেয় আমায়। অন্য রকম একটা জগত। মন ভালো হয়। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।

ভুলে যাওয়া অনেক গালি মনে পড়ে যায়। আরো কতো কি... সবচে' বড় বিষয় ব্লগ যে আলো ছড়িয়ে দিয়েছে তাতে আমি আলোকিত হচ্ছি। এই দ্যূতি থেকে নিজেকে বঞ্চিত করার কোন মানে হয়না। এই ব্লগ ছেড়ে থাকি কিভাবে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.