আমাদের কথা খুঁজে নিন

   

পিয়াল ভাইয়ের বিবাহঃ সেদিন আসলে যা ঘটেছিল - ৩

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ফোন কনফারেন্স করে অতপর আমি, ভাস্কর, শরৎ আর মাশীদ মিটিং করলাম। ভাস্করদার বক্তব্য, আরিফকে এখনই কিছু বুঝতে দেয়া ঠিক হবে না, তার বক্তব্যও পরিষ্কার নয়। তাছাড়া বেচারা বউ বিহনে ড্রাইভারদের কাছেও এখন ঝাড়ি খাচ্ছে। হয়তো সমস্যা অন্য জায়গায়। মাশীদ প্রচন্ড মুষরে পড়লো।

সে আরিফের মেসেজের উলটা পালটা মিনিং করে একচোট গালাগালি করে নিল পিয়াল ভাইকে। কি পেয়েছে পিয়াল? চিপককে রেখে অন্য মেয়ের দিকে কিভাবে নজর দেয়? সে সাহস তার হয় কিভাবে? বারবার বলছিল, হাতের কাছে পেলে ধানমন্ডি লেকে চুবিয়ে তারপরে ছাড়বে! শরৎ এদিক থেকে একধাপ এগিয়ে। সে এখনই আরিফকে উঠিয়ে নিয়ে আসতে চাচ্ছে। যা হবে হবে, বেটাকে হাত পা বেধে রাখলে ষড়যন্ত্র বের হয়ে যাবে! আমি একটা ফন্দি করলাম। তাদেরকে জানালাম, আগামীকাল পিয়াল আর চিপককে বিয়ে দিয়ে দিলে কেমন হয়! মাশীদ হইহই করে উঠলো।

শরৎ তো মহাখুশী। ভাস্কর এবার একটু গম্ভীর হয়ে ভাবতে থাকে, তারপরে বলে, বিষয়টা যদিও আমার অভিরূচীর বাইরে, তারপরেও আপনারা যেহেতু বলছেন তখন আছি আপনাদের সাথে! আর যায় কোথায়? সাথে সাথে চিপককে ফোন করে জানালাম, কালকে তোমাদের বিয়ে, কোন কথা না! চিপককে কিছুক্ষণ গাইগুই করে রাজী হয়ে যায়। তারপরে তার মোবাইল অফ করে ঘুমাতে বলি। পিয়াল ভাইয়ের সাথে যেন আর কথা না বলে। অতপর পিয়াল ভাইকে কনফারেন্সে ঢুকানোর জন্য ফোন করলাম! তিনবার রিং হবার পরে ওপাশে ঘুমজরানো কণ্ঠস্বর শোনা যায়, কে! হ্যালো পিয়াল ভাই! চিপককে তার প‌্যারেন্টস জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আগামী কাল বিকেলে।

শরৎ বলে ওঠে, হ্যা বস, আমরা এজন্য আপনার সাথে চিপককের বিয়ে ঠিক করেছি। আমার পাশ থেকে শরৎ এর গলার স্বর শুনে পিয়াল ভাই হতচকিত হয়ে যায়। এর মধ্যে আবার মাশীদের গলা শুনে তার ঘুম পুরোপুরি উড়ে যায়। মাশীদ বলে, ভাইয়া, তোমার বিয়ে কালকে, সকালে অফিসে ফোন করে জানিয়ে দেবে যে তোমার ইমারজেন্সী ছুটি চাই। পিয়াল ভাইয়ের এতক্ষণে হুম আসে।

কিন্তু সে প্রথমেই জানতে চায়, তোরা সব একসাথে কোথায় এত রাতে? কি হইছে? ভাস্কর বলে, বস আমরা ফোন কনফারেন্স করে কথা কইতেছি। আপনি সকাল বেলা আমার বাসায় চইলা আইবেন। প‌্যাচ লাগছে একটা। বেশী শুইনা কাম নাই। সকালে চিপককে চইলা আসবে।

কাইলই বিয়া, ব্যাস। এহোন নাকে তেল দিয়ে ঘুমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.