আমাদের কথা খুঁজে নিন

   

বেহাগ মাতম

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি তারার আলো হঠাৎ করে থমকে গেলো নিভে পাখির কূজন ভোরের আজান আটকে থাকে জিভে নীল বেদনায় আকাশ গেলো নিকষ কালোয় ছেয়ে ফেরেশতারা উঠলো করুণ মর্সিয়া গান গেয়ে। কর্ণফুলী মৌন নিথর চলতে গেলো ভুলে স্রোতের ধারা আত্মহারা উঠলো ফুলে ফুলে। অবোধ গুলি ক্রুদ্ধ হয়ে কার বুকে যে বেঁধে বুঝতে পেরে আর্তনাদে উঠলো সেও কেঁদে। চাটগাঁ শহর পেছন ফেলে রাঙ্গুনিয়া থানা পাহাড়তলীর পোমরা গ্রাম কার ছিলো নাম জানা? বুকটা চিরে আসন পেতে সেই পোমরার মাটি আলগোছে তার পিঠের নিচে বিছায় শীতল পাটি। সুহৃদ পাহাড় শিথান দিয়ে জিরান শুয়ে শুয়ে গাছেরা দেয় স্নিগ্ধ ছায়া শ্রদ্ধাতে যায় নুয়ে। আউলা বাতাস পাগলপারা দিগি¦দিকে ছোটে বেহাগ মাতম বাজতে থাকে সেই বাতাসের ঠোঁটে। কোটি লোকের শোকের মিছিল সবাই মুহ্যমান পারলো না কেউ ভাঙাতে তার নীরব অভিমান। তখন থেকে আছেন শুয়ে ক্রিসেন্ট লেকের ধারে রাত্রি দিবস ঋতুর বদল পায় না ছঁতে তারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.