আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের পরশমনিতে হোসেইনের জমিন

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ব্রাউন সুগারের চেয়ে কোন অংশে কম নয় ব্লগাডিকশন। এ নেশার মাত্রা যারা বাড়িয়ে দেয় তাদের মধ্যে হোসেইন একজন। হঠাৎ মাটি ফুঁড়ে ওঠা একজন ভয়াবহরকমের ভাল রম্যলেখক। অনেকদিন মন্তব্য করলেও পূর্ণাঙ্গ লেখার অভাব থেকেই যাচ্ছিল। কিন্তু একদিন তিনি খুলে দিলেন প‌্যান্ডোরার বাক্সখানি, ব্লগাররা বিমোহিত, এডিক্ট করে ছাড়লেন অনেক পাঠককে। স্বাভাবিকভাবেই জানার আগ্রহ তৈরী হয়েছে অনেক। অনেক দিন বন্ধ হয়ে থাকা আগুণের পরশমনিতে সেজন্য এবার হোসেইনকে নিয়ে এসেছি। এটা কেবিসির মত আগুণের পরশমনির দ্বিতীয় সিরিজ। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার একজন ব্লগারেরর সাক্ষাতকার নেয়া হবে। সো লেডিজ এন্ড জেন্টেলম্যান, প্রেজেন্টিং হোসেইন - এবার ইচ্ছেমত জেনে নিন কিভাবে বধ করা যায় রাগ, লজ্জা, ভয় ও ভূজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।