আমাদের কথা খুঁজে নিন

   

ডারউইন যদি বাঁধ ভাঙ্গার আওয়াজের ব্লগার হইতো!



ডারউইন যদি বাঁধ ভাঙ্গার আওয়াজের ব্লগার হইতো? তাইলে কি হইতো? ডারউইন নাকি কইছে বিভিন্ন পর্যায়ে বিবর্তনের মাধ্যমে বানর থাইকা আধুনিক মানুষ হইছে। অনেকেই মানেনা। এই থিউরি দিয়া তাঁর মাইর খাওরা অবস্থা। ধর্মের সাথে আউলা লাইগা যায়। তবে আমার মনে হ্য় ডারউইন একেবারে ভুলও বলেনাই আবার পুরাপুরি ঠিকও কয়নাই।

যারা হিন্দি ছবির পোঁকা তাগরে আমি কইতাম শাহরুখ খাঁনের গলার আওয়াজ শনুলে ডারউইন চিন্তায় পইড়া যাইতও মানুষ কি বানড় থাইকা হইছে নাকি ছাগল থাইকা হইছে। কিন্তু একটা উদাহরন দিয়াতো আর থিউরি বদলানো যায়না। তবে আমাদের কিছু ব্লগাররে যেই হারে ছাগল বলা হয় আর ডারউইন যদি আমাদের লগে ব্লগামি করতো তাইলে নিশ্চয়ই একটা গবেষণা করতো। আর গবেষণা কইরা কি পাইতো? ইদানিংতো শনছি বিজ্ঞান বলে আধুনিক মানুষ হওয়ার আগে মানুষহের কাছা কাছি ২০ টা প্রজাতি ছিলো। বিলুপ্ত হইতে হইতএ টিকা থাকলো ২।

তার থাইকা শেষ পর্যন্ত হইলো মানুষ। এখনতো মনে হ্য় ভুল কয়নাই। কিছু ব্লগারের আচরণ ঐ ২০ প্রজাতির কোন এক প্রজাতি যা কিনা ছাগলের মত। এবং মনে ওরা এখনো আঢুনিক মাণউষ প্রজাতি হইতে পারেনাই। আতদের আচরণ বিস্তারিত লেখতে চাইনা কারন আমার মেজাজ খারাপ হইয়া যায়।

তবে ডারউইন শেষ পর্যন্ত হয়তো বলতও মানুষ শুধু বানর থাইকা হয় নাই বরং ছাগল থেকেও হইছে। আর যারা ঐ প্রজাতি থাইকা হইছে তাঁদের আরো বিবর্তনের মধ্য দিয়া যাইতে হবে। এতো বলা হয় এতো গালি দেয় ( যদিও আমি গালি না দিয়া অন্য অশুধের পক্ষপাতি) তারপরেও ওরা বদলায়না!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.