আমাদের কথা খুঁজে নিন

   

মামা ভাগ্নের ব্যাপার:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে - কথাটা হঠাত করে ভুল প্রমানিত হলো। নিতান্তই সরল বিশ্বাসে বিএনপি জামাত জোটের প্রাক্তন শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী তার আপন ভাগ্নে বাকীবুল ইসলামকে বিনা দরপত্রে চিটাগাং স্টীল মিল কর্পোরেশনের মালামাল কেনার সুবিধা দেওয়ার জন্য পাঁচবার সুপারিশ করেন। সেই সুবাদে ভাগ্নে বাকীবুল লোহা লক্কর ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে পঁচিশ লাখ টাকা হাতিয়ে নেন। ভাগ্নে বাকীবুল আশা দেন ১৫ দিনের মধ্যে দরপত্র ছাড়াই স্ক্র্যাপ পাবেন ব্যবসায়ী মিজানুর। ১৫ দিন ঘুরে দু বছর গড়াতে লাগল সেই লোহা লক্করের চালান আর পাওয়া যায়নি।

মাঝখান দিয়ে মিজানুর হারিয়েছেন পঁচিশ লাখ টাকা। এখন ঘুরছেন শিল্প মন্ত্রণালয় আর নিজামীর দ্বারে দ্বারে। ভাগ্যিস, সেখানে তিনি প্রবেশ করতে পারেননি। প্রথম আলোর মে মাসের ৮ তারিখে প্রকাশিত প্রতিবেদনে মতিউর রহমান নিজামী দাবী করেন, "একান্ত সরল বিশ্বাসে তিনি ভাগ্নের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু কাজটি পাইয়েই দিতে হবে এমন কোন লক্ষ্য তার ছিল না"।

ভাগ্নে বাকীবুল যে লোহা ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে ব্যবসার ধান্ধায় চুক্তি করেছেন এটা জানলে তিনি এদেরকে ঘরেই ঢুকতে দিতেন না। কি বালা মুছিবত!!! ধান্ধার ব্যবসায় ধর্ম অধর্ম নেই। ভাগ্নে তো পঁচিশ লাখ টাকা নিয়ে উধাও, ভাবলও না মামার কি হবে? দেখি দেরী না করে এক্ষুণি সদর দরজায় একটা নোটিশ লাগিয়ে আসি, "এই বাসায় ফকির ও ভাগ্নের প্রবেশ নিষেধ" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।