আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃত প্রাণের দেবতা

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

"চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না। সংসারগাহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো।। অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল। জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর।।" অনেক কিছু লিখতে গিয়ে থমকে যাই, মনের যত রকম আবেগ-অনুভূতি তার সবটুকু নিয়ে কোন না কোন ফাঁকে যেন লিখা হয়ে গিয়েছে তোমার ... কেমন করে একজন মানুষ সব মানুষের প্রাণের ভেতর বসে থাকেন? কেবল মুগ্ধতা, অপার বিস্ময় নিয়ে আমার অবনত হওয়া, অণুক্ষণ। আজ ২৫ শে বৈশাখ, তোমার বানীতেই অসীম কৃতজ্ঞতায়, শ্রদ্ধায়, ভালোবাসায় তোমায় প্রণমী গুরু।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।