আমাদের কথা খুঁজে নিন

   

AIUB তে শূণ্যস্থান পূরণ



AIUB বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমার ধারণা অনেক উচু এবং অনেক মেধাবী প্রফেশনাল আমরা তাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু একটি বিষয়ে আমি অবাক হয়েছি। তা হলোbr /> আমার ছাত্র AIUB তে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জ্ঞিনিয়ারং এ পড়ে। এই সেমিস্টারে তার ডাটা স্ট্রাকচার ছিল। ডাটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, লিংক লিস্ট, বিভিন্ন সার্চ ও সর্টিং এলগরিদম ইত্যাদি থাকে।

তার সম্মানিত শিক্ষকের তৈরি স্লাইডগুলো ছিল অত্যন্ত সুন্দর এবং যথেস্ট। কিন্তু কষ্ট পেলাম অন্যখানে। যেমন ধরুন-আমি তাকে হিপ সর্টের থিউরি বুঝায়ে কোডিং করে ইমপ্লিমেন্ট করে দেখালাম। কিন্তু পরীক্ষায় গিয়ে সে দেখলো স্যার শূন্যস্থান পূরণ দিয়েছে। স্যার যে কোডিং দিয়েছিল সেটি পরীক্ষায় এসেছে এবং মাঝখানে কিছু লাইন ফাঁকা আছে, এগুলো পূরণ করতে হবে!!!! ছোটবেলায় আমাদেরকে কবিতা মুখস্থ করতে হতো।

ব্যাপারটা কি সে রকম হয়ে গেল না। একবার সে কিছু না বুঝেই একটি কোডিং মুখস্থ করেছিল এজন্য সে ১০/১০ পেয়েছে। সাবাস!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।