আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে নিয়েই বেঁচে আছি, মিথ্যে তবুও মিথ্যে সুখ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

মিথ্যে আমি মাঝে মাঝে বলে থাকি, ওতো বহুত পুরাতন ডায়ালগ। একদম হাছা কইতাছি, আজকাল হরহামেশাই কইতাছি মিথ্যে। শ্রোতা ঘাবড়ে গেছে ঐ ডায়লোগে বুঝলাম যেই --আরে বুঝলানা ইদানীয় লিখছি তো গল্প কবিতা , ওগুলা মিথ্যা ই তো, তাই না। হাহাহা; একটা হাসি ঝেরে দিয়ে শুনিয়ে দিলাম। ওদিকে সকাল রাতে এক সু কণ্ঠী নারীর কল এলেই বলে যাচ্ছি , হ্যা সুইট হার্ট এইতো বাসায় , এই তো বাসার বাইরে , এইতো একটু শাহবাগ যাচ্ছি অথবা ব্যাস্ত অফিসে এখন।

আসলে কিন্তু আমি নির্বাসনে কক্সবাজারে একাকীত্বের বাতাস দিয়ে গড়ছি ইনভিসিবল প্রিয় নারী মুর্তি। চেহারার আদলটাই তার আনতে পারছিনা। কষ্ট , হুঁ হুঁ ; বায়ুর মুর্তি মিথ্যে মিথ্যে ভাবা যায়না। তাহলে তো কবেই রাসপুটিন হয়ে যেতাম। টিভি খুলে বিশ্রাম নেই ।

হয় না। বিশ্রাম আর হয়না। লেসন হয় , লার্নিং হয়। টক শো গুলো বিনাপয়সায় শিখিয়ে দেয় আর্ট ওফ লায়িং। তাপরও আজও লোক বুঝে সেই পুরাতন ডায়ালোগ ঠিকই বলি, খুব বেশী প্রয়োজন না হলে আমি মিথ্যে বলি না।

আগে হয়তো তাই ছিলাম। মানে ডিএনএ তে কোড ছিল ওমন। ইতিহাসে দেখিনা। তাই চাপা মারতে কষ্ট হয় না আড্ডায় -- আরে এক্সেলেটরে নামার সিড়িতে তো আমি হেঁটে উপরেই উঠেছি। তাল ভাল আমার, সহজে পড়িনা।

হ্যাঁ পড়িনি, তবে তাল!। ওমা! সেদিন তাল ঠিক থাকলে কি আর ভুলে উল্টো দিকে উঠি ইষ্টার্ণ প্লাজায়। ভাগ্য ভালো পরিচিত কেউ দেখেনি, বা আমিই খুঁজিনি যার চোখে চেনা ছায়া পড়ে। তবে অবাক দৃষ্টি কয়েকটা দেখেছি মনে আছে। দরজা খুলেই সোজা উঠে গেলাম ।

কি ব্যাপার পিছলে যাচ্ছে কেনো পা? আরে এ কি মাঝ দরিয়ায় এসে বুঝি আমি বোকা। ছ্যাঁ। কিন্তু সেই বোকমী হয়ে গেলো সাহসী চাপা । আড্ডায় চালিয়েছি কতই। আর তাই সেদিন মেয়েটা হা করে তাকিয়েছিল ওর সাথে কথা বলতে বলতে যখন আনাম র‌্যাংগসে এক পা উঠিয়েছিলাম চলমান উল্টো সিড়িতে।

ওহ তোমাকে দেখলে দেখেছো সব উল্টো পাল্টা হয়ে যায়। মিথ্যের পর মিথ্যে আমায় বুনছে নকশীর সূতোর মতো। তাইতো ডাবের ছবি তুলে ভাবি , ওহ! আমি কি সুন্দর ছবি তুলি, কি জীবন্ত আমার তোলা ছবি। ওয়াউ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।