আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে

বিশ্বাস আর অবিশ্বাসের টানা পোড়েনে মানুষগুলোকে ঝাপসা অবয়বের মত মনে হয়... মিথ্যে আর স্বার্থপরতায় জড়িয়ে জীবনের মুহূর্তগুলো অচেনা অসুন্দর। শুধু দুঃস্বপ্নের এক পৃথিবীতে তবু কেন সময়ের পথে পথচলা, তা হয়তো কখনোই বোঝা হয়ে উঠবে না... তবু অবুঝ এই পথচলা, এক অচেনা গন্তব্যে, অজানা মায়ায় নিজেকে জড়িয়ে... চিরন্তন শুধু এটুকুই যে এ পথের শেষ আছে, মাঝের সময়টুকুতে আর সবকিছুই পৌনঃ-পুনিক ভাবে পরিবর্তনশীল... তবুও নিজেকে মিথ্যে মায়ায় জড়ানো প্রতিনিয়ত... মিথ্যে স্বপ্নের রঙিন কাঁচের মাঝ দিয়ে ওপাশের সত্য সাদা কালো পৃথিবী দেখার অব্যর্থ প্রচেষ্টায় আমরা ব্যস্ত প্রতিটা মুহূর্ত...প্রতিসৃত ধুলো পড়া সময়ের ছাপ লেগে যাওয়া ছবিটার ওপাশে যে ধ্রুব অসত্য, তা আমরা ভুলে যাই... স্বপ্নাহতের মত তাই অন্য এক জীবন খুঁজে বেড়ানো... শেষের প্রতিক্ষা আর করা হয় না, ভাঙা কাঁচের টুকরোগুলো পড়ে থাকে ইতস্তত... অযথাই মাঝে মাঝে সময়ের বিপরীতে হাঁটতে গিয়ে, ভাঙা কাঁচের টুকরোগুলোয় পা জড়িয়ে নিজেকে কষ্ট দেয়া... এর চাইতে অজানা অন্ধকার মৃত্যুপথটাই ভালো ছিলো... সময় যেখানে থেমে গেছে, যেখানে জীবন আজন্ম মৃত... যেখানে সত্য মিথ্যে সবই অভিন্ন... হয়তো সেটাই সবচাইতে ভালো ছিল...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।