আমাদের কথা খুঁজে নিন

   

সব মিথ্যে

বাকস্বাধীনতার যুগে নিজের মতো করে লিখতে চাই সবকিছু আজ বড় মিথ্যে মনে হয় জন্ম-প্রেম-কাম-ক্ষুধা-ভালোবাসা-নারী সব মিথ্যে সুস্থ মস্তিস্ক সবচেয়ে বড় মিথ্যে চারিদিকে ভারী হচ্ছে মস্তিস্কবিকৃতের দল অর্থ-ক্ষমতা-লোভ-হত্যা-শাস্তি সব মিথ্যে আকাশের ওই চাঁদ মিথ্যে, সুন্দর জোছনা মিথ্যে মায়াবী রাত মিথ্যে, রাতের রাণীরাও মিথ্যে যে হাসি দেখে একদা হয়েছিলাম দেবদাস আজ তাও মিথ্যে যে বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল একটু আগে, তাও মিথ্যে ভালোবাসা সবচেয়ে বড় মিথ্যে হতাশা-ক্ষোভ-নেশা-ধোঁয়া-মায়া-হ্যাংওভার সব মিথ্যে পাশে বসা মানুষটা মিথ্যে তার বলা প্রত্যেকটা কথা মিথ্যে রাস্তার মোড়ের চায়ের টং মিথ্যে, চায়ের কাপও মিথ্যে এদিকে-ওদিকে ঘুরে বেড়ানো সবাই মিথ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-চাকরী-তদবির সব মিথ্যে যুগলেরা মিথ্যে, তাদের চুমুরাও মিথ্যে তাদের প্রতিশ্রুতিরাও মিথ্যে মিথ্যে তাদের রিকশাভ্রমন ছাত্র-রাজনীতি-দেশ-সংগ্রাম-স্বাধীনতা সব মিথ্যে খেলার মাঠ মিথ্যে, ঘরের ছাদ মিথ্যে প্রিয়ার মুখ মিথ্যে, চোখের ভাষা মিথ্যে হারিয়ে যাওয়া সব মিথ্যে আবেগ-কল্পনা-গল্প-কবিতা-নাটক সব মিথ্যে ধর্ম-ব্যবসা-ধনী-গরীব-বাড়ি-গাড়ি সব মিথ্যে পৃথিবীর সব মিথ্যে আমি-তুমি-সে-আমরা-তারা-তাদের সব মিথ্যে আমার হাত-পা-নাক-মুখ-চোখ-কান সব মিথ্যে তোমার সবগুলো কথা মিথ্যে তোমার ভালোবাসা মিথ্যে যে, যেখানে, যারা, যেসব সত্য ছিল আজ তার সব মিথ্যে আফসোস-হাহাকার-কান্না-কষ্ট সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে আমার যা যা হারিয়েছে তার সব মিথ্যে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।