আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।

ব্লগের কিছু লিখা পড়ে বুঝলাম অনেকের কাছেই ইসলাম শুধু একটা ধর্ম। আসলে ইসলাম শুধু কোন ধর্ম নয়। ইসলাম হলো একজন মানুষের পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। আর ধর্ম তো মানব জীবনেরই একটা অংশ।

সুতরাং ধর্ম ইসলামেরও একটা অংশ। যারা মনে করেন যে ধর্মটাই হলো ইসলাম তারা অনেক বড় ভুলের মধ্যে আছেন। ইসলামের একটা অংশকে সম্পুর্ণ ইসলাম মনে করা আসলে তাদের অজ্ঞতারই ফল। ইসলাম কি? ইসলাম হলো পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। পুর্ণাঙ্গ জীবন ব্যাবস্থাটা আবার কেমন? ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি খাবেন কি খাবেন না।

ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ধরণের জামা গায়ে দিবেন কি ধরণের জামা গায়ে দিবেন আর কি ধরণের জামা গায়ে দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি পরিমান ঘুমাবেন কি পরিমান জেগে থাকবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি ছোটদের সাথে কিভাবে কথা বলবেন বড়দের সাথে কি কথা বলবেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কাকে বিয়ে করতে পারবেন আর কাকে বিয়ে করতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি ঘুষ খাবেন নাকি খাবেন না।

ইসলাম আপনাকে বলে দিবে সুদ আপনার জন্য জায়েজ নাকি নাজায়েজ। ইসলাম আপনাকে বলে দিবে আপনি কোন হত দিয়ে ভাত খাবেন আর কোন হাত দিয়ে খাবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন আর কি শিক্ষা দিবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি আপনার স্ত্রীর সাথে কি রকম ব্যাবহার করবেন। ইসলাম আপনাকে বলে দিবে বিজ্ঞান দিয়ে আপনি কতটুকু কি করতে পারবেন।

ইসলাম আপনাকে বলে দিবে আপনি কি কি জিনিস কিনতে পারবেন আর কি কি কিনতে পারবেন না। ইসলাম আপনাকে বলে দিবে আপনি যদি রাষ্ট্র পরি চালনা করেন তবে নাগরিকদের অধিকার কিভাবে রক্ষা করবেন। ইসলাম আপনাকে বলে দিবে কি ধরণের অপরাধের কি ধরণের সাস্তি হওয়া উচিত। ইসলাম আপনাকে বলে দিবে আপনি জন্মের আগে কোথায় ছিলেন। ইসলাম আপনাকে বলে দিবে আপনার মৃত্যুর পর কি হবে? ইসলাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় প্রতিটি কাজ কিভাবে করবেন তার দিক নির্দেশনা দিবে।

কাজেই ইসলামকে ধর্মের মধ্যে আবদ্ধ করে ইসলামকে অপমান করবেন না। পরিশেষে একটা হাদিস বলে শেষ করি। রাসুলুল্লাহ (সা বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানব সন্তানের পা এক কদমও নড়তে পারবে না। ১। তুমি তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছ? ২।

তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ? ৩। তুমি টাকা পয়শা কোন পথে আয় করেছ? ৪। তুমি টাকা পয়শা কোন পথে ব্যায় করেছ? ৫। তুমি যে পরিমান জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ? আল্লাহ হাফিজ ________________________________ বি: দ্র: এই পোষ্টটা কার কিরকম লেগেছে সে অনুযায়ী রেটিং করুণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.