আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাট্রিক্স (1999)

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ফাদার গাস্তঁ রোবের্জের কর্মশালায় ল্যারি ওয়চোভস্কি ও এন্ডি ওয়াচোভস্কি পরিচালিত মুভি ম্যাট্রিক্স দেখানো হলো পরশু। ফাদার ডিভিসি= ডা ভিঞ্চি কোড নিয়ে খানিকটা সমালোচনামুখর হলেও, মুভিটাকে যে নিউ মুভির একটা উদাহরণ হিসাবে কর্মশালায় যুক্ত করেছেন এবং মুভিরি বক্তব্যের সঙ্গে দ্্বিমত পোষণ করেও এর গুরুত্বটা দেখিয়ে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ না দিয়ে উপায় থাকে না। ম্যাট্রিক্সের বেলায় ফাদার আরও উদার। নিউ মভির একটা বড় বৈশিষ্ট্য এর প্রযুক্তি নির্ভরতা।

ম্যাট্রিক্স পুরামাত্রায় প্রযুক্তিনির্ভর। তারও চেয়ে বড় কথা মানুষও এখানে প্রায় একেকটা মেশিন। এই মুভিটা আমি আগে একবার দেখেছিলাম। তখন রিয়েল ও আনরিয়েল প্রসঙ্গগুলা মাথায় ঢোকেনি। আমি সেবার শুধু অ্যাকশন দেখেছি।

এরকম অ্যাকশন তৈরি করতে নাকি একসঙ্গে 70টি ক্যামেরা পর্যন্ত ব্যবহার করা হয়েছে। জানালেন ফাদার। ম্যাট্রিক্স মুভিতে নানা সময় ও স্থানের মধ্যে এমন র্যানডম ভ্রমণের উদাহরণ আছে যে একে শ্বাসরুদ্ধকর একটি গতিতে এগুতে হয়েছে। কিন্তু এই র্যানডম স্থানান্তরের মধ্য দিয়ে ম্যাট্রিক্স তৈরি করেছে বাস্তবতা ও অবাস্তবতার মধ্যে এক অদ্ভুত সমন্বয়। জীবন-মৃতু্যর মতো প্রসঙ্গকেও বিশ্বাযোগ্য করে তুলেছে।

যেখানে রিয়েল বডি সেখানে যেন লোকটি নেই। আবার যেখানে আনরিয়েল ইমেজ সেখানেই যেন লোকটি উপস্থিত। ম্যাট্রিক্স দেখতে দেখতে আমার বারবার মনে পড়ছিল কিছুদিন আগের মারা যাওয়া দার্শনিক বদ্রিলারের কথা। মানুষের সাইবর্গরুপান্তরের পথে ম্যাট্রিক্স হয়তো একটা ইঙ্গিত হিসাবে থাকলো পাকাপোক্ত হয়ে। আমার মনে হচ্ছে, ম্যাট্রিক্স বানানোর সময়ের চেয়ে এখন এটি আরও বেশি সহজবোধ্য হয়ে উঠেছে।

কেননা ম্যাট্রিক্সের জটিল দার্শনিক প্রসঙ্গগুলো আমরা এখন কিছু কিছু চারপাশে টতে দেখছি। সামনে ম্যাট্রিক্স হয়তো গল্প হিসাবে পুরনো হয়ে যাবে। নেবুচাদনেজার স্পেসশিপের প্রধান মরফিয়াস এমন একজনকে খোঁজেন যে দি ওয়ান। পেয়ে যান নিওকে। যে বিশ্বাস করে একদিন মিরাকলটি ঘটবে।

সে খোঁজ পাবে ম্যাট্রিক্সের। পেয়ে যায় সে। শেষ পর্যন্ত। গল্পের এখানেই শেষ নয়। আছে ম্যাট্রিক্স রিলোডেড ও ম্যাট্রিক্স রেভিলিউশন।

খুব তাড়াতাড়ি দেখে ফেলতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।