আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ও দ্য ম্যাট্রিক্স (Bangladesh and The Matrix (1999 Movie))

আমার আগের হেডিং টা সরাই দিছি

(আজকে কিছুক্ষন আগে চাপ্পুতে মানে http://chapabazi.com/ এ একটা আলাপ হসসিলো, চোরকাটা, ফ্রুডো ও আমার মধ্যে। দ্যাশের কারেন্ট সমস্যা। ঠিক তখনি আইডিয়াটা মাথায় এলো) আপনারা যারা The Matrix সিনেমাটা দেখেছেন তাদের হয়তো মনে আছে, মানুষদেরকে একটা স্বপ্নজগতে পুরে রেখে মেশিনরা অনেকটা মাণুসের শরিরের তাপটা ব্যাটারির মতো ব্যাবহার করে। এদিকে দ্যাশে বিরাট বিদ্যুত সমস্যা, ওদিকে অনেক বিশেষজ্ঞ রা বলেন আমাদের আসল শক্তি হলো জনশক্তি। পিলাচ বাংগালির তো শরির ও মাথায় ভালো তাপ উতপন্ন হয়। তো আমার হঠাত মনে হলো, আমরা কি একটা ম্যাট্রিক্স এর মতো সিস্টেম বানাবো নাকি? তারপর যার যার ইচ্ছামত একেকটা করে স্বপ্নজগত বেছে নেবে? নাকি আপনি আবার উত্তপ্ত হয়ে উঠলেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.