আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

অফিসে আমরা তিনজন সহকর্মী কাজের ফাঁকে বেশ মজা করি। একজনকে তো "মফিজ" উপাধি দিয়ে দেয়া হয়েছে। উনি অনেক চেষ্টা করেন আমরা যাতে তাকে "মফিজ" বানাতে না পারি। কিন্তু শেষ রক্ষা হয় না। অ্যাশ হলো আরেক সহকর্মী।

ওর ইংরেজী নামের প্রথম তিন অক্ষর দিয়েই এই সংক্ষিপ্ত রূপ। যাই হোক, একদিন আমরা আমাদের "মফিজ" কে নিয়েই মজা করছি। তাকে শায়েস্তা করার জন্য অ্যাশ হঠাৎ স্কেলটাকে তলোয়ার বানিয়ে আক্রমণ করার মত এক ভঙ্গি করল। আমি বলে উঠলাম, অ্যাশ তোমাকে দেখে তো পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান মুভিটা মনে পড়ে গেল। মনে হলো কথাটা ওর ভীষণ মনে ধরল।

সেটার প্রমাণও পাওয়া যাচ্ছে দিনে দিনে। ও এখন নিজেকে জ্যাক স্প্যারো বলছে। এখানেই শেষ নয়, ওর নতুন মোবাইলের স্ক্রিনে এখন "জ্যাক স্প্যারো" শোভা পায়। রিং রোনে এখন পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান এর মিউজিক। কম্পিউটারের ডেস্কটপেও জ্যাক স্প্যারের ছবি।

শেষটা এখানেই নয়, ওর শখ পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এর পরবর্তী পর্বটা ও জ্যাক স্প্যারোর ছবিওয়ালা টি-শার্ট পরে, মাথায় পট্টি দিয়ে আর ওর বন্ধুর সংগ্রহের এ্যানটিক কাঠের তলোয়ার নিয়ে সিনেপ্লেক্স -এ দেখতে যাবে। যত যাই হোক ওর এই উচ্ছাস কিন্তু আমরা উপভোগই করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.