আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেটস অফ দি ক্যারিবিয়ান

অবশেষে কিছু পথ থেমে থাকা কলরব, গুঞ্জন গুঞ্জন একদম চুপ..... স্বপ্ন অদ্ভুত হয়, কিন্তু একটা সীমা তো থাকব নাকি যেমন আজকে সকালে এই স্বপ্ন দেখলামঃ আমি কোনও এক গ্রামে কুড়ে ঘরে থাকি। বাবা-মার একমাত্র সন্তান । গ্রামে UFO এর গুজব, অনেকেই নাকি দেখছে। আরও গুজব শোনা যায় এটা এলিয়েন না, কোনও বিদেশিদের আধুনিক বিমান। যারা অবৈধভাবে তথ্য চুরি করছে।

আর তাদের গা ঢাকা দিতেই এই UFO ফন্দি বের করেছে। আমার আব্বাজান সম্ভবত জেলে যিনি ১-২ দিন যাবত গায়েব। আম্মাজান এই ব্যাপারে চিন্তিত, তাই আমি আব্বাজানকে খুঁজতে বের হইলাম। শুরু হইল আমার পাইরেটস অফ দি ক্যারিবিয়ান অভিজান (কোনও আগা-মাথা নাই |) বিদ্ঘুটে দেখতে একটা পাইরেটস। যার কাছে আমরা......আমরা বলেতে আমি সহ আরও ২ জন জিম্মি (কই থেইকা কি হইল কিছু বুঝলাম না )।

যাই হোক ওইখানে এই পাইরেটসের লিডারকে নিয়া অনেক কাহিনী হইল, মনে নাই। তো আমরা (আমি ও সেই দুইজন এবং পাইরেটসের লিডার) খুঁজতে খুঁজতে একটা পুরনো বাড়িতে ঢুকলাম। কি যে খুজতাছি তা আমার স্মরণে নাই.......... তো বাড়িতে একটা পুরনো ভাঙ্গা টেবিল। টেবিল ভাঙ্গা হবে। সবার হাতে পাইরেটসের সাগরেদরা লাঠি দিয়া গেলো।

এই লাঠি নিয়া কেন জানি আমরা সবাই হাসাহাসি করলাম। তো টেবিল ভাংলাম। ভিতরে ময়লা, একটা পুরনো মুদ্রা। মুদ্রাটা কার্সড চিৎকার করে আমি সেটা সবার আগে নিয়া নিলাম। আবার ভিতরে উকি দিলাম।

আরেকটা মুদ্রা। আবারও ওইটা আমি লুফে নিলাম, তো আমার সাথে থাকা এক বন্ধু চট করে আমার হাতে থাকা মুদ্রা ছুঁয়ে দিয়ে বলল, মরলে তুই একা মরবি কেন........... দ্বিতীয় মুদ্রাটায় কি জানি লাইগা ছিল। তো পাইরেটস লিডার সেটা পরিষ্কার করতে গিয়া পারল না। আমি করতে লাগলাম। পরিষ্কার করার পর দেখি ওইটা একটা লবণ-দানি।

এই নিয়া আবার হাসাহাসি। এইটুকুন একটা মুদ্রা ঠুস কইরা কিভাবে লবণ-দানিতে রূপ নিলো, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো........ আমি বাইরে তাকালাম। হঠাৎ আকাশে অদ্ভুত আলো দেখলাম। পরে দেখলাম একটা স্পেস শিপ। আমি ডাকলাম "শুভ্র শুভ্র, দেখে যা" কিন্তু চোখের পলকে তা হাওয়া।

পরে আবিষ্কার করলাম যাকে শুভ্র বইলা ডাকলাম সেটা ছিল সেই বিদ্ঘুটে পাইরেটস ক্যাপ্টেন........ এখন আর তাকে বিদ্ঘুটে লাগতেছে না। সে আমার জানের দোস্ত........... একটু পর পাশের কোথাও একটা বোমা ফুটল, ঘরে আগুন ধরল। শুভ্রকে দেখলাম আগুনে ঝলসে গেলো , (হুমায়ূন স্যার, আই এম সরি……. ) আর বাকিরা যে যেদিকে পারে দৌড়। বুঝলাম যে স্পেস শিপটা একটু আগে দেখলাম সেটার কান্ড। আরও আবিষ্কার করলাম যে ঘরে আমরা ছিলাম সেটা আমার বাড়ি থেকে এক ঘরে দূরে।

বাতাসের ঝাঁপটায় আমাদের ঘরেও আগুন লাগলো। ভিতরে আম্মাজান। ঘরের বেড়ায় আগুন লাগলো, আমি একটা লাঠি দিয়া নিভালাম। আগুনের অনুকূলে বাতাসের তিব্রতা বাড়ল, তবে আগুন লাগার বদলে নিভল......... একটু পর ঘর থেকে আম্মাজান বের হইয়া বলল, উনারে পাইছস ?? আমি দেখলাম টিভিতে নাটক করে এমন একজন অভিনেত্রী আমার আম্মাজান........ (বাস্তবে যারে আমি দুই চোক্ষে দেখতে পারি না)। ঈঈঈঈঈঈঈ.........আর কাউরে পাইল না..... মেজাজটাই খারাপ হইয়া গেলো......... সম্ভবত এই কারনেই ঘুমটা ভাঙ্গছে............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.