আমাদের কথা খুঁজে নিন

   

কুহেলিকা !

পরিবর্তনের জন্য লেখালেখি

তোমার কাছে যাওয়া মানে নিজের দিকেই বিঘত খানেক সরে আসা দুরবর্তী বিপদ সংকেত শুনে সুনামির বুকের মধ্যে ভাসা! কাছে থাকলে এই রকমই লিখতে কিছু, তাই না? ভালোবাসলে, খুশি হতে না মধ্যরাতে জোছনা দেখাব বলে ঘুম ভাঙালে? সদর ঘাটের থেকে বেশ দূরে থাকি , জানো? তবু , সমুদ্্র ভালোবাসো তাই এই ঢাকায় বসে শুনি জলের ডাক । চট্টগ্রাম আমি যাব না।আমার অভিমান এখনো তীব্র রয়ে গ্যাছে । অফিসের লুবনা, সুমনা , আফসানা কিংবা যতীন যখন যায় , আমি পই পই করে মানা করে দেই , খবরদার ! সমুদ্্রতটে হাঁটবে না। আর প্যাঁচানো পাহাড়ী রাস্তায় তো যাবেই না! বলা তো যায় না! দেখা পেয়ে যেতে পারো সবচেয়ে চমৎকার মানুষটার ! হাহাহা ! ইশ! যেন তুমি চট্টগ্রামে আছো এখনো ! এইচ আর সেদিন বললো কতগুলো রেজেউমে দেখে দিতে । আমি বলি, ছেলে চট্টগ্রামের ? তাহলে ডাকেন , ডাকেন ! নিশ্চয়ই ভালো হবে ! [ডাহা মিথ্যা কথা , চুপি চুপি বলে রাখি । আমার দেখা সবচেয়ে খারাপ ছেলেটাও চট্টগ্রামের!] রাতের আকাশ যদি হলদে হয়ে থাকে কেউ মরেছে বলে তাকে নীল হতে বোলো না! কি সব আজব কবিতা লিখতে মন চায়! কথার না আছে মাথা , না আছে মুন্ডু ! আচ্ছা , আমি লিখলে তুমি শুনতে পাও? কলম বেয়ে ঝরে পড়া রক্তের টুপটাপ? আজকে খুব মজা হয়েছে জানো? আবোল তাবোল লিখ ব্লগ ভরিয়ে ফেলেছি ! পাতানো খেলা সব, আর তাই নিয়ে লোকজনের উথাল পাথাল দেখে আমাদের সেকি হাসি! বিবর্তিত হতে হতে তুমি ভুলতে চাইবে কষ্ট আর উপলব্ধির দুয়ারে জানবে , ভোলার কোন দরকারই ছিলো না! যে নেই , তাকে কি মেরে ফেলা যায় দ্্বিতীয়বার ? সব রং ধুয়ে গেলে কালোটাই হয়ে ওঠে সবচেয়ে স্পষ্ট! আমার বিচ্ছিন্ন থাকতে খারাপ লাগে না। তবে মাথাটা মেঘেদের রাজ্যে রেখে পা দুটো এখনো প্রথিত আগ্নেয় বালিতে । তোমার হাতে সুতো দেখে ভাবি এবার কাটা বুকটাকেই সিলিয়ে নেব তুমি আমার ঠোঁট , চোখ আর কান দুটোকে প্রতিবন্ধী করে ফিরে গেলে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।