আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ার ডায়রি ( পর্ব - 1 ) যাএা পথ ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

26মার্চ 1999 সাল । মহান স্বাধীনতা দিবসের এই ঝলমলে দিনটির আলোকজ্জোল দুপুরে মা মাটি দেশ সর্ব পরি নিজের মা বাবা , ভাই বন্ধু , আত্বীয় স্বজন নিজের ফেলে আসা দিন গুলোকে পেছনে রেখে থাই এয়ারওয়েজের একটি বিমানে চড়ে যখন আমি দেশের সিমানা ছেড়ে আসছিলাম । বারবার আমার মায়ের কথা মনে পড়ছিল যিনি সবসময় আগলে রাখতেন সব ঝুট ঝামেলা থেকে । মনে পড়ছিল সৌরভ আমার ছোট্র বাবা( বয়স 4) ( ভাতিজা)কে যে সবসময় আমাকে নানান ঝামেলায় ফেলতো । আকাশের বুক ছিড়ে বিমান এগিয়ে চলে ।

পিছনে শুধু পিছনে সরে যেতে থাকে আমার স্মৃতি , মা মাটি দেশ । এটাই আমার প্রথম বিমান ভ্রমন । হা করে সব কিছু দেখছি । অনেককেই দেখলাম বেঘোরে ঘুমাচ্ছে । আমার চোখে ঘুম নাই ।

অবশ্য যানবাহনে ঘুম কখনই হয়না আমার । ঘুমাইয়াই যদি যাব চার পাশটা দেখবো কেমন করে ? 5 ঘন্টার ট্রানজিট শেষে আশিয়ানা এয়ার লাইন এর অন্য একটি বিমানে চড়ে রওয়ানা হই সিউলের পথে । গভীর রাত বিমান ছাড়ার মূহর্তে দেখি সাদা চামড়া আর বোঁচা নাক ওয়ালা মানুষ গুলো ঘুমিয়ে পড়তে লাগলো । হায় তিন ঘন্টার এই পথটা আমি কি করি ? হঠাৎ খেয়াল করলাম এক জন এয়ার হোস্টেস ট্রলি নিয়ে এগিয়ে আসছে । আমি 'পরেনা চোখের পলক'অবসহায় , আচ্ছা একি মানুষ নাকি পরি ? আমি কি কখনো এত সুন্দরী মেয়ে দেখেছি ?এর মধ্যে সে আমার কাছে এসে বলল ওর কোন সাহায্য লাগবে কিনা ।

বললাম আমার ঘুম হচ্ছেনা মাথাটা ও কেমন যেন ব্যাথা করছে । একটু অপেক্ষা কর, বলে সে দ্রূত চলে গেল । মূহুর্তে আবার এসে বলল দয়াকরে একটু হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা কর । আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দেই । বলে ও আমার মাথায় হাত রখে ।

কখন যে ঘুম এসেছিল বুঝতে পারিনি । যখন ঘুম ভাঙ্গলো তখন বিমান ল্যান্ড করে ছে লোকজন নামার প্রস্তুতি নিচ্ছে । আমি খুজছি সেই হোস্টেসকে একটু ধন্যবাদ দেওয়ার জন্য । নেমে আসার সময় বিমান গেটে পেয়ে ওকে থ্যাংয়ূ বলতেই ও একটা নাম্বার লেখা কাগজ হাতে দিয়ে বল্লল এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলো । আমি ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে বেরিয়ে আসি।

সেই সুযোগটি আমার আর হয়নি । কারন নাম্বারটি কোথায় যেন হারিয়ে ফেলি । ছবি ঃ আাশিয়ানা উড়োজাহাজ । চলবে ঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.