আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর কোরিয়ার স্যাটেলাইট নিক্ষেপ ।

........ উত্তর কোরিয়া গত বুধবারে সফল ভাবে স্যাটেলাইট মহাকাশে প্রেরন করেছে । এই খবরে অনেক দেশ চীন সহ ব্যাপক বিরক্ত । কারন সবাই মনে করছে এটা হচ্ছে আড়ালে আড়ালে আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা । এই ক্ষেপণাস্ত্র বা রকেট যাই বলি না কেন ; সফল ভাবে সম্পাদিত হবার ফলে কিম জং উন এর প্রশাশন তার দেশ কে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এগিয়ে নিতে মরিয়া ; এই ব্যাপারে নিশ্চিত হউয়া গেল । জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়া কে সকল প্রকার রকেট নিক্ষেপে নিষেধাজ্ঞা জারি করে ।

কিন্তু উত্তর কোরিয়া একে পাত্তা না দিয়ে সুন্দর ভাবে তার নিজস্ব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । অথচ সোমবারেই উত্তর কোরিয়া ঘোষণা করে যে যান্ত্রিক গোলযোগের কারনে এই ডিসেম্বরে রকেট উৎক্ষেপণ হবে না । যুক্তরাষ্ট্র সুন্দর ভাবে বলে দিয়েছে যে তারা উত্তর কোরিয়ার উপর আরও অবরোধ আরোপ করবে । এতে করে স্পষ্ট বোঝা যায় উত্তর কোরিয়ার জনগন আরও ভুগবে । যদিও ইরান এই ব্যাপারে উত্তর কোরিয়ার ''ভূয়সী'' প্রশংসা করেছে ।

( এখন সমাজতন্ত্র ভালা, কিন্তু ইরানের জনগন সমাজতন্ত্র করলে......... বলার প্রয়োজন আছে বলে মনে হয় না ) কেননা ইরানের মিসাইল প্রযুক্তিতে উত্তর কোরিয়ার ভুমিকা অসামান্য । এবং ইরান ছিল উত্তর কোরিয়ার অন্যতম সামরিক ক্রেতা । পর পর ৪ টি ব্যর্থ উৎক্ষেপণের পর এই সফল উৎক্ষেপণের পর অনেকেই মনে করেন উত্তর কোরিয়া তার মিসাইল প্রযুক্তিতে এগিয়ে গেছে । উত্তর কোরিয়ার কর্মকর্তারা দাবি করেন যে সমগ্র জাপান ও আমেরিকার উপকূলবর্তী এলাকায় পৌঁছানোর মতন শক্তিশালী মিসাইল তাদের আছে । তবে এটা মনে রাখা প্রয়োজন যে, এই মিসাইল, পারমাণবিক বোমা ইত্যাদির কারনেই উত্তর কোরিয়ায় আজ এই দুরবস্থা ।

অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা সকল দিক থেকেই উত্তর কোরিয়া পিছিয়ে । আজ উত্তর কোরিয়ার কোন আধুনিক ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নেই । তার হয়ত হাজার হাজার ট্যাঙ্ক থাকতে পারে কিন্তু সেগুলি খুব পুরান । এতে করে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সামরিক আক্রমনে যে সে অসহায় হয়ে পরবে তা বুঝতে এর বিশেষজ্ঞ হতে হয় না । হাজার হাজার কোরিয়ান আজ উত্তর কোরিয়া ছাড়তে চায় ।

যারা ব্যর্থ হয় তাদের স্থান হয় রাজনৈতিক কারাগারে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.