আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা কর আনোয়ার হোসেন



আনোয়ার হোসেন, একজন অসাধারণ অভিনেতার নাম। আনোয়ার হোসেন, বাংলা ছবি'র নবাবের নাম। ক্ষমা চাই তার কাছে... আমি তার মূল্য দিতে পারিনি। আমি পাশ্চাত্য সিনেমা জগতে এতোটাই মগ্ন ছিলাম যে কখনো নিজ দেশের সিনেমা বা অভিনয় শিল্পীদের নিয়ে কিছু বলা হয়নি। আজ বলছি।

যদিও খুব দেরিতে, তবু বলছি। একজন আনোয়ার হোসেন এর কথা বলছি... পাশ্চাত্য সিনেমা জগৎ আমাকে এমন ভাবে জড়িয়ে রেখেছে যে, নিজ দেশের কারো কথা বলতে গেলে সেই পাশ্চাত্যেরই একজনের কথা চলে আসছে। "Al pacino", আমার খুব প্রিয় অভিনেতা। খুব প্রিয় বললে কম বলা হয়, সবচাইতে প্রিয় অভিনেতা। এই অভিনেতার অভিনয়ের সবচাইতে বড় গুন তার চোখ।

আমাদের বাংলা সিনেমার একটি গান আছে... "চোখ যে মনের কথা বলে"। আসলেই তাই। চোখ মানুষের সকল অভিব্যক্তি প্রকাশ করে। আর যে অভিনেতা অভিনয় করে চোখে সকল অভিব্যক্তি প্রকাশ করতে পারে তাকে জাত অভিনেতা বলতেই হবে। "Al pacino" তেমনই।

তিনি তার চোখের অভিব্যক্তি প্রকাশ করার প্রচণ্ড শক্তি দিয়ে নিজেকে নিয়ে গেছেন শ্রেষ্ঠত্বের চুড়ায়। এতো করে Al pacino'র কথা বলছি এ কারণেই যে, আমাদের সদ্য প্রয়াত অভিনেতা "আনোয়ার হোসেন" কিন্তু কোন অংশে কম যাননা Al pacino'র চাইতে। আনোয়ার হোসেন এর - দুঃখী মানুষের করুন চোখের চাহনি, সুখের স্বপ্নভরা চাহনি, রক্তাক্ত ক্ষোভের চাহনি, মায়া জড়ানো খুব ভালো মানুষের চাহনি, নবাবের গাম্ভীর্য ভরা কঠিন চাহনি, পিতা বা বড় ভাইয়ের স্নেহের চাহনি, হিংসায় জর্জরিত চাহনি । হেন কোন চাহনি ছিলোনা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেতা। এ আমার ভীষণ অন্যায় হয়েছে এতদিন তার প্রশংসা করিনি ।

"The godfather" সিনেমাতে Al pacino'র চোখ কথা বলেছে। সংলাপ ছাড়াই দর্শক বুজতে পেরেছে তার মনের কথা। কিংবা "Scent of a Woman" সিনেমার সেই অন্ধ লোকের কঠোর চোখের ভাষা। তার এমন অনেক সিনেমার প্রশংসা আমি হাজার বার করেছি। কিন্তু কখনো প্রশংসা করা হয়নি আনোয়ার হোসেন এর- নবাব সিরাজউদ্দৌলা, পালঙ্ক, আলোর মিছিল বা এমন আরো অনেক ছবির যেগুলো টিভির পর্দায় কখনো কখনো দেখা হয়েছে।

যেখানে তার চোখের অভিনয় এখনো আমার চোখে ভাসছে। Al pacino'র সাথে কখনো দেখা হলে বা কথা বলতে পারতাম যদি, তবে তাকে গর্ব করে বলতাম, আমাদের "আনোয়ার হোসেন" তোমার চাইতে কম যায় না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.