আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শে প্রভাত



সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। না, ভালো থাকা যাচ্ছে না। সত্যকে অবলম্বন করে ভালো থাকার কোন মূল্য নেই এই সমাজে। সমাজ বলছি কেন -এই পৃথিবীতেই। ব্যবসায় প্রশাসন পড়ার সুবাদে চাপাবাজিকে মূলধন করে চাকরীর বাজারে প্রবেশের অপেক্ষায় প্রহর গুনছি।

যা আমার দ্্বারা মোটেও হয় না। যাই হোক, আজ অ-নে-ক দিন পর সকালে উঠলাম। সারারাত এত ব্যস্ত থাকি যে ঘুমুতেই যাই শেষ রাত্রে। হলে নেটের লাইন, নতুন ব্যাচ-র্যাগ মেীসুম, আছে মোবাইলে আজাইরা প্যাচাল। এত কিছুর পরও আজ দিনটি অন্যভাবে শুরু হলো।

স্পর্শ করলাম শিশির সিক্ত ঘাস, বসলাম শহীদ মিনারে অল্পক্ষনের জন্য। অদ্ভুদ অনুভূতি। রোজনামচা লিখি বা লেখার চেষ্টা করি। তাই এই অপুষ্ট লেখার সাথে কোন এক অচেনা কবির কবিতা তুলে দিলাম-আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে।

চোখ, মুখ, নাক এবং আঙ্গুল কিছু ভুল, কিছু ভুল, শুধু এই শুধু এই মসজিদের উঁচু মিনারের রোদ নেই, নেই, নেই! বরং আমার চুল চিবুক এবং কিছু ক্রোধ, কিছু ক্রোধ, শুধু এই শুধু এই এই আমি দিতে পারি আর কিছু নয় কিছু শ্লোক এক জোড়া চোখ- বন্য একগুয়ে কিন্তু স্বপ্নময় আর কিছু নয়। পোকামাকড় ভরা বাঁকাচোরা হৃদয়ের ত্রাস লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস আমার আতঙ্ক ভয় ে এবং সংশয়-এই আমি দিতে পারি আর কিছু নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।