আমাদের কথা খুঁজে নিন

   

শীতল স্পর্শে উত্তপ্ত ভালবাসা



উত্তপ্ত বাক্য দিয়ে যার সূচনা তার অন্ত কোথায়? আগ্নেয়ঘিরি থেকে উৎগরিত লাভা অবশেষে শীতল শিলা অতঃপর চরম সহিঞ্চু মাটি। বাক্য বিনিময়ে উষ্ন তারার ঢেউ অবশেষে হাতাহাতি অতঃপর রক্তস্রোত। দাবানলে পুড়ে সহস্র তরুলতা কথায় পুড়ে মানুষ মন এবং হুশের সমন্নিত যে। উত্তাপে কাঁদে মানবতা অন্ত যার ধ্বংস। শীতল জলের ভালবাসার পরশে গলে যায় কঠিন পাহাড় জেগে উঠে মরুতে মরুদ্যান। শীতল স্পর্শে জন্ম নেয় উত্তপ্ত ভালবাসা যার প্রতিক্ষায় তুমি.. আমি... আমরা.... (১৮.০১.২০১০, রাত- ১০.৫০ ১৪২, ম. ভা. হল, জাবি)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।