আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ব্লগারদের সাহায্য প্রয়োজন।পুরানরা এগিয়ে আসুন।

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

প্রতিদিনই সামহোয়্যার ইন ব্লগের ব্লগার বাড়ছে,ভাল কথা। আমরা আশা ও করি। বিভিন্ন বিষয়ে লেখালিখি ভালোই লাগছে। এর কত পাঠক রয়েছে তা হয়ত গুনে শেষ করা যাবে না। পুরানো ভাল ব্লগার রয়েছেন বেশ অনেকে, নাম নিলে হয়ত আমার রাত পেরিয়ে যাবে।

তাদের লেখা আরো ভাল লাগছে। ভাল লাগা দিয়েই শেষ নয়,কোন একটি পোষ্টের পর নানা রকম কমেন্ট,সমালোচনা,আলোচনা,যুক্তি,বুদ্ধি,সব মিলেয়ে এই অংশটি চমৎকার। পুরানো ব্লগারদের লেখা বার বার পড়া আমার নেশা হয়ে গেছে। তবে এই সব কথা গুলো বলার আমার একটাই উদ্দেশ্য তা হলো আমার মত নতুন যারা আছেন,তারা তেমন কোন প্রেষনা বা উৎসাহ পাচ্ছে না পুরান ব্লগারদের কাছ থেকে। যারা নতুন লেখালিখির করে তারা ঠিক বুঝতেই পারে না কিভাবে লেখার মান বাড়ানো যায় বা কোন প্রসঙ্গটি ব্লগে প্রাসঙ্গিক,কিছু না বুঝেই আমারা নতুন ব্লগাররা লিখে যাই যে কোন বিষয়েই,তখন অনেকের কাছে লেখা ভালো লাগে না,এবং কোন ধরনের উৎসাহ বা লেখাটি কেমন হলো এ ব্যাপারে কিছু না বলে এড়িয়ে গেলে নতুন ব্লগারটি ভড়কে যায়,ভাবে হয়ত আমার লেখার মান একেবারেই খারাপ,যা নতুন ব্লগারদের ভাল লেখার পরবর্তী সম্মাবনা কমিয়ে দেয়।

আর পুরান ব্লগাররা নতুন ব্লগারদের লেখা দেখলে সব সময় এড়িয়ে যেতে চান,কেন আমি জানি না,তবে পুরানরা উৎসাহ না দিলে হয়ত নতুন লেখকদের লেখার ইতি টানার সময় হয়ে যাবে এই ব্লগ থেকে। যা অহরহ হচ্ছে অনেকে উৎসাহের সাথে ব্লগে সামিল হন, পরে কোন রুপ সাহায্য না পেয়ে আর ব্লগে নিয়মিত হন না। আপনারা পুরানরা অনেকে অনেক পেশায় থেকে ও এই ব্লগে আছেন,যা একটি উদাহরন হতে পারে আমাদের নতুনদের জন্য। ভালো লেখার,ভালো কিছু চিন্তা করার। আমরা নতুনদরে আসলেই উৎসাহ এবং প্রেষনার দরকার যা পুরান ব্লগাররা দিতে পারে,ভালো পোষ্ট দেবার জন্য এবং ব্লগের সামগ্রিক পরিবেশ ঠিক রাখার জন্য।

অনুরোধ এতটুকুই আপনারা পুরানরা নতুনদের লেখা পড়ুন,ভালো লিখলে আপনার মূল্যবান একটি বুদ্ধি দিন,খারাপ হলে কিভাবে ভালো লেখা যায় সে বিষয়ে ও কিছু বলুন। এড়িয়ে যাবেন না। যে যে বিষয়েই লিখুক আপনাদের কাছে ভালো লাগলে উৎসাহ দিন,আর অপ্রাসঙ্গিক কিছু হলে তাও শুধরে দিন। সবার কাছেই অনুরোধ রইলো আমার। পুরানদের বিজয়ের সাথে সাথে নতুনদের ও জয়জয়কার হোক এই আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.