আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট নিয়ে প্যাশন :ঃ সাপোর্টিঙের পোস্টমর্টেম

সযতনে খেয়ালী!

খুব সাদামাটা ভাবে একটা কথা বলি- আমরা যখন ক্রিকেটে কোন দলকে সাপোর্ট করতে শুরু করি তখন ক্রিকেটের অনেক কিছুই বুঝিনা। নিজের কথা বলি, আমার যখন ক্রিকেট নিয়ে প্যাশন শুরু হয় তখন আমি ক্লাশ ফোরের ছাত্র। ক্রিকেটের কিছুই না বুঝে পাকিস্তানকে সাপোর্ট করে গেছি 92 পর্যন্ত। এর পরের সময়গুলো একটু অন্যরকমই গেলো। ক্রিকেটটা বুঝতে শুরু করলাম।

জানা হলো ক্রিকেটের নাড়ি-নক্ষত্র। পিচ কন্ডিশন থেকে শুরু করে ডাকওয়ার্থ-লুইস ম্যাথড পর্যন্ত। খেলোয়ার হতে না পারলেও শখের অ্যানালিস্ট হয়ে গেলাম, ঠিক তখনই খেয়াল করলাম- আমার ক্রিকেটীয় জ্ঞান আমাকে সায় দেয় না পাকিস্তানের মতো দলকে সাপোর্ট করতে। আমি এমন কাউকে দেখিনি যিনি ক্রিকেটটা [গাঢ়]ভালো বুঝেন [/গাঢ়]এমন কেউ পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছেন। খেলার কারনেই যদি সাপোর্ট করতে হয় তাহলে অন্য দেশ গুলোর দিকে তাকান।

তারা কোন দিক দিয়ে পাকিস্তানের চাইতে খারাপ এবং নন-এ্যাট্রাক্টিভ খেলা খেলে? সাউথ এশিয়ান দলকে সাপোর্ট করতে চান?- নেপালও ইদানিং ক্রিকেট খেলছে, তাদের প্রবল পরিমান সাপোর্টের দরকার- তাদেরকে নিজের সাপোর্টটা দিন। এখন নিশ্চয় কেউ বলবেন না "আমরাও মুসলিম- তাঁরাও মুসলিম। মুসলিম ভাইদের সাপোর্ট করি"! তাহলে আমাকে মুখ খারাপ করে বলতে হবে, স্টপ দিস বুলশিট!! খেলাকে "রাজনীতি মুক্ত" চিন্তা করে গলা ফাটাবেন আবার নিজেই খেলার গায়ে ধর্মের লেবাস পড়িয়ে দিবেন, এইটা মনেহয় মেনে নেয়া সম্ভবপর না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.